দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাঁদের সঙ্গে একাত্মতা পোষণ করে দুই শতাধিক অভিভাবকও উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গোর-এ-শহীদ মাঠের পশ্চিম প্রান্তে জড়ো হতে থাকেন। সেখানে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা কোনো কর্মসূচি পালন করতে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পরে শহরের বালুবাড়ি শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হতে থাকেন তাঁরা। সেখানেও পুলিশ বাধা দেয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে পৌনে সাতটায় বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন শিক্ষার্থীরা।
শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে আন্দোলনকারী নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ সময় তাঁরা মোমবাতি ও মোবাইলের আলো জ্বালিয়ে জাতীয় সংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালন করেন। শেষে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বৃষ্টিতে ভিজে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন তাঁরা।
এর আগে শহরের দিনাজপুর ইনস্টিটিউট মাঠে বিকেল পাঁচটায় কিছু পুরুষ ও নারী জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
দিনাজপুরে কোটা সংস্কার আন্দোলনে শহীদদের স্মরণে বৃষ্টি ও পুলিশের বাধা উপেক্ষা করে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। আজ শুক্রবার সন্ধ্যা সোয়া সাতটায় শহরের গোর-এ-শহীদ বড় ময়দান কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসূচি পালন করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় সহস্রাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। পাশাপাশি শিক্ষার্থীদের নিরাপত্তা এবং তাঁদের সঙ্গে একাত্মতা পোষণ করে দুই শতাধিক অভিভাবকও উপস্থিত ছিলেন।
আজ শুক্রবার বৃষ্টি উপেক্ষা করে পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা গোর-এ-শহীদ মাঠের পশ্চিম প্রান্তে জড়ো হতে থাকেন। সেখানে পুলিশের বাধার মুখে পড়ে শিক্ষার্থীরা কোনো কর্মসূচি পালন করতে ব্যর্থ হন। এর কিছুক্ষণ পরে শহরের বালুবাড়ি শহীদ মিনার প্রাঙ্গনে জড়ো হতে থাকেন তাঁরা। সেখানেও পুলিশ বাধা দেয়। এ সময় বিভিন্ন স্লোগান দেন শিক্ষার্থীরা। পরে পুলিশের বাধা উপেক্ষা করে পৌনে সাতটায় বিক্ষোভ মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে উপস্থিত হন শিক্ষার্থীরা।
শহীদ মিনারের বেদিতে দাঁড়িয়ে আন্দোলনকারী নিহত শিক্ষার্থীদের বিচারের দাবিসহ বিভিন্ন স্লোগান দেন তাঁরা। এ সময় তাঁরা মোমবাতি ও মোবাইলের আলো জ্বালিয়ে জাতীয় সংগীত পরিবেশন এবং এক মিনিট নীরবতা পালন করেন। শেষে শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বৃষ্টিতে ভিজে শহরের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করেন তাঁরা।
এর আগে শহরের দিনাজপুর ইনস্টিটিউট মাঠে বিকেল পাঁচটায় কিছু পুরুষ ও নারী জড়ো হয়ে বিক্ষোভের চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়।
ঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৩ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
৯ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২২ মিনিট আগেচট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমের বিরুদ্ধে নিজ ক্ষমতার বাইরে গিয়ে এবং সরকারি নীতিমালার তোয়াক্কা না করে সরকারি খাস জায়গা পাঁচ বছরের জন্য বন্দোবস্ত দিয়েছেন। ১০০ টাকার স্ট্যাম্পে একটি অস্থায়ী ভাড়ানামা চুক্তিপত্র সম্পাদনের মাধ্যমে সরকারি এই জায়গা দেওয়া হয়েছে।
৩০ মিনিট আগে