সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছে। গতকাল বুধবার দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী।
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। বুধবার দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী। তাঁকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুধীজন।
সৈয়দপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন দোকানিরা। কেউ কেউ ভাড়া দিয়ে বাড়তি অর্থ আদায় করছিলেন। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ ও যানজটে লোকজনকে নাকাল হতে হচ্ছিল। এর আগে তীব্র যানজটের কারণে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে। তীব্র যানজটের কারণে বিমানবন্দরে পৌঁছানো এবং দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।
ইতিপূর্বে কয়েক দফা ফুটপাত দখলমুক্ত করা হলেও আবার আগের জায়গায় ফেরেন দোকানিরা। এবার পৌর পরিষদ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করে।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনসহ ব্যবসায়ী নেতারা এবং অন্য সবার সার্বিক সহযোগিতায় শহরের ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়েছে। তাতে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। যাতে নতুন করে কেউ ফুটপাতে বসতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে সেনাবাহিনী অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করেছে। গতকাল বুধবার দিনব্যাপী এই অভিযানে নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী।
নীলফামারীর বাণিজ্যিক শহর সৈয়দপুরে অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছে। বুধবার দিনব্যাপী এই অভিযানের নেতৃত্ব দেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌরসভার প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী। তাঁকে সার্বিক সহযোগিতা করেন সেনাবাহিনী, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সুধীজন।
সৈয়দপুর পৌরসভা কার্যালয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন দোকানিরা। কেউ কেউ ভাড়া দিয়ে বাড়তি অর্থ আদায় করছিলেন। ফলে পথচারীদের চলাচলে দুর্ভোগ ও যানজটে লোকজনকে নাকাল হতে হচ্ছিল। এর আগে তীব্র যানজটের কারণে কয়েকজনের প্রাণহানির ঘটনাও ঘটে। তীব্র যানজটের কারণে বিমানবন্দরে পৌঁছানো এবং দমকল বাহিনী ও অ্যাম্বুলেন্স চলাচলে চরম ভোগান্তি পোহাতে হতো।
ইতিপূর্বে কয়েক দফা ফুটপাত দখলমুক্ত করা হলেও আবার আগের জায়গায় ফেরেন দোকানিরা। এবার পৌর পরিষদ সেনাবাহিনী স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ী নেতাদের সহযোগিতায় ফুটপাত দখলমুক্ত করে।
এ বিষয়ে জানতে চাইলে সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক নূর-ই আলম সিদ্দিকী আজকের পত্রিকাকে বলেন, ব্যবসায়ী সমিতির সভাপতি আলতাফ হোসেনসহ ব্যবসায়ী নেতারা এবং অন্য সবার সার্বিক সহযোগিতায় শহরের ফুটপাত দখলমুক্ত করা সম্ভব হয়েছে। তাতে মানুষের মাঝে স্বস্তি ফিরেছে। যাতে নতুন করে কেউ ফুটপাতে বসতে না পারে, সে বিষয়ে নজর রাখা হচ্ছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
৩৪ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
১ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে