ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও শহরে অপহরণে শিকার মিলন হোসেনের (২৩) লাশ উদ্ধারের পর অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুরের বিট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে একই এলাকার একটি বাড়ি থেকে মিলনের লাশ উদ্ধার করে পুলিশ।
মিলন পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। প্রায় এক মাস আগে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছন থেকে তিনি অপহৃত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, মিলনের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আজ ভোরে বিক্ষুব্ধ লোকজন বিট বাজারের ওই বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির জানালা-দরজা ভেঙে মালপত্র লুট করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পুড়ে যাওয়া একটি ঘরের অবকাঠামোর কয়েকটি খুঁটি দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও ধোঁয়া উড়ছে। বাড়ির মূল কাঠামো ভেঙে তাতে আগুন দেওয়া হয়েছে। রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে ফেলা হয়েছে। উঠানের গাছপালা কেটে ফেলা হয়েছে।
গোয়ালঘরের ইট খুলে নিচ্ছিলেন কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের একজন বলেন, ‘এই বাড়ির কিছুই রাখব না। খুনির নাম-নিশানা মুছে ফেলা হবে।’
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, নিহত মিলনের এলাকার লোকজন ভাঙচুর ও অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছে। তাদের সঙ্গে স্থানীয় কিছু লোকও যোগ দিয়েছে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুসতাক বলেন, ‘মানুষের ঢল নেমে ওই বাড়িতে হামলা চালায়। তারা আগুনও দেয়। পরিস্থিতি এতটা উত্তপ্ত ছিল যে তাদের থামানো সম্ভব হয়নি।’
নিহত মিলনের বাবা পানজাব আলী জানান, গত ২৩ ফেব্রুয়ারি তাঁর ছেলে নিখোঁজ হন। পরে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেন। ৯ মার্চ ২৫ লাখ টাকা দেন তিনি। কিন্তু এরপরও ছেলেকে ফেরত দেওয়া হয়নি। বুধবার রাতে পুলিশ মিলনের লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে আগুন দিয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ঠাকুরগাঁও শহরে অপহরণে শিকার মিলন হোসেনের (২৩) লাশ উদ্ধারের পর অভিযুক্ত ব্যক্তির বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন স্থানীয় বাসিন্দারা। বৃহস্পতিবার (২০ মার্চ) সকালে সদর উপজেলার জামালপুর ইউনিয়নের মহেশপুরের বিট বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এর আগে বুধবার রাতে একই এলাকার একটি বাড়ি থেকে মিলনের লাশ উদ্ধার করে পুলিশ।
মিলন পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পানজাব আলীর ছেলে। প্রায় এক মাস আগে ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউটের পেছন থেকে তিনি অপহৃত হন।
স্থানীয় বাসিন্দারা জানান, মিলনের লাশ উদ্ধারের খবর ছড়িয়ে পড়লে আজ ভোরে বিক্ষুব্ধ লোকজন বিট বাজারের ওই বাড়িতে হামলা চালায়। তারা প্রথমে বাড়ির জানালা-দরজা ভেঙে মালপত্র লুট করে। পরে বাড়িতে আগুন ধরিয়ে দেয়।
সকাল ১০টার দিকে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, সড়কের পাশে পুড়ে যাওয়া একটি ঘরের অবকাঠামোর কয়েকটি খুঁটি দাঁড়িয়ে রয়েছে। কোথাও কোথাও ধোঁয়া উড়ছে। বাড়ির মূল কাঠামো ভেঙে তাতে আগুন দেওয়া হয়েছে। রান্নাঘর ও গোয়ালঘর ভেঙে ফেলা হয়েছে। উঠানের গাছপালা কেটে ফেলা হয়েছে।
গোয়ালঘরের ইট খুলে নিচ্ছিলেন কয়েকজন। নাম প্রকাশে অনিচ্ছুক তাঁদের একজন বলেন, ‘এই বাড়ির কিছুই রাখব না। খুনির নাম-নিশানা মুছে ফেলা হবে।’
স্থানীয় বাসিন্দা মিজানুর রহমান জানান, নিহত মিলনের এলাকার লোকজন ভাঙচুর ও অগ্নিসংযোগে নেতৃত্ব দিয়েছে। তাদের সঙ্গে স্থানীয় কিছু লোকও যোগ দিয়েছে।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম মুসতাক বলেন, ‘মানুষের ঢল নেমে ওই বাড়িতে হামলা চালায়। তারা আগুনও দেয়। পরিস্থিতি এতটা উত্তপ্ত ছিল যে তাদের থামানো সম্ভব হয়নি।’
নিহত মিলনের বাবা পানজাব আলী জানান, গত ২৩ ফেব্রুয়ারি তাঁর ছেলে নিখোঁজ হন। পরে অপহরণকারীরা মুক্তিপণ দাবি করেন। ৯ মার্চ ২৫ লাখ টাকা দেন তিনি। কিন্তু এরপরও ছেলেকে ফেরত দেওয়া হয়নি। বুধবার রাতে পুলিশ মিলনের লাশ উদ্ধার করে।
ঠাকুরগাঁও সদর থানার ওসি সহিদুর রহমান বলেন, বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে আগুন দিয়েছে। এখন পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৫ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৭ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৩ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৬ মিনিট আগে