ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে এ সংঘর্ষ হয়।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে। কেউ আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপজেলা সদরের ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করেন।
এ উপলক্ষে বিএনপির নেতা-কর্মীরা বেলা ৩টার দিকে মহিলা ডিগ্রি কলেজ মোড়, কাচারি মাঠ, ফুলবাড়ী উচ্চবালিকা বিদ্যালয় ও ব্র্যাক মোড়ে সমবেত হতে থাকে। এ সময় উপজেলার বড়ভিটা ইউনিয়ন থেকে আসা কয়েকটি অটোরিকশায় বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে উপজেলা শহরে প্রবেশ করেন। এ সময় ছাত্রলীগ তাঁদের বাধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে সমাবেশস্থল থেকে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সদরের তিনকোনা মোড়ে প্রবেশ করলে আবারও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ।
এতে উপজেলা ছাত্রলীগর যুগ্ম সাধারণ সম্পাদক সজল পোদ্দার, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার ও বায়জিদ বোস্তামী বাঁধনসহ প্রায় ১০ জন এবং উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, তোতা মিয়া, রেজাউল ইসলাম, আয়নাল হক, আলামিন মিয়া, শফিকুল ইসলামসহ অন্তত ১২ জন আহত হন। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
পরে বিএনপির নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলার মহিলা কলেজসংলগ্ন কদমতলা মোড়ে গিয়ে সমাবেশ করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে তাঁদের প্রায় ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানান।
অন্যদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের কর্মীদের আহত করার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও তিনকোনা মোড়ে সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলা সদরে এ সংঘর্ষ হয়।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) নাজমুস সাকিব সজীব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণ রয়েছে। এলাকা এখন শান্ত রয়েছে। কেউ আইনশৃঙ্খলা নষ্ট করার চেষ্টা করলে কঠোর হস্তে দমন করা হবে।’
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার প্রতিবাদে ফুলবাড়ী উপজেলা বিএনপির নেতা-কর্মীরা উপজেলা সদরের ফুলবাড়ী বালিকা উচ্চবিদ্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করেন।
এ উপলক্ষে বিএনপির নেতা-কর্মীরা বেলা ৩টার দিকে মহিলা ডিগ্রি কলেজ মোড়, কাচারি মাঠ, ফুলবাড়ী উচ্চবালিকা বিদ্যালয় ও ব্র্যাক মোড়ে সমবেত হতে থাকে। এ সময় উপজেলার বড়ভিটা ইউনিয়ন থেকে আসা কয়েকটি অটোরিকশায় বিএনপির নেতা-কর্মীরা স্লোগান দিয়ে উপজেলা শহরে প্রবেশ করেন। এ সময় ছাত্রলীগ তাঁদের বাধা দেয়। তখন উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। খবর পেয়ে সমাবেশস্থল থেকে বিএনপির নেতা-কর্মীরা লাঠিসোঁটা নিয়ে সদরের তিনকোনা মোড়ে প্রবেশ করলে আবারও ছাত্রলীগের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে ।
এতে উপজেলা ছাত্রলীগর যুগ্ম সাধারণ সম্পাদক সজল পোদ্দার, লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক তাহাদ হাসান তুষার ও বায়জিদ বোস্তামী বাঁধনসহ প্রায় ১০ জন এবং উপজেলা বিএনপির সহসভাপতি লোকমান হোসেন সরকার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রেজাউল ইসলাম রেজা, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, তোতা মিয়া, রেজাউল ইসলাম, আয়নাল হক, আলামিন মিয়া, শফিকুল ইসলামসহ অন্তত ১২ জন আহত হন। পরে পুলিশ এসে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে দেয়।
পরে বিএনপির নেতা-কর্মীরা একটি মিছিল নিয়ে উপজেলার মহিলা কলেজসংলগ্ন কদমতলা মোড়ে গিয়ে সমাবেশ করেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল জানান, তাঁদের শান্তিপূর্ণ মিছিলে ছাত্রলীগের নেতা-কর্মীরা অতর্কিত হামলা চালান। এতে তাঁদের প্রায় ১০-১২ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি জানান।
অন্যদিকে ছাত্রলীগের নেতা-কর্মীরা তাঁদের কর্মীদের আহত করার প্রতিবাদে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও তিনকোনা মোড়ে সমাবেশ করেন। এ সময় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী পোদ্দার রতন, যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি তৌকির হাসান তমাল।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় আম কুড়াতে গিয়ে বজ্রপাতে শরিফ হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে অলিরবাজারের জোর পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে।
৭ মিনিট আগেফরিদপুরে নুরুজ্জামান বুলবুল (৪৮) নামে এক ঠিকাদারের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এ সময় মরদেহের পাশি একাধিক চিরকুট ও দেয়ালে লেখা নোট পাওয়া যায়।
২০ মিনিট আগেপল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ), বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) দিনাজপুর অফিস ও মাদারীপুর জেলা সদর হাসপাতালে অভিযান পরিচালনা করছে দুদক। নিয়োগ, বদলি বাণিজ্য, কেনাকাটায় অনিয়মসহ নানাবিধ অভিযোগে এসব অভিযান পরিচালনা করছে সংস্থাটি।
৩১ মিনিট আগেঠাকুরগাঁওয়ে এসএসসি পরীক্ষার্থী এক কিশোরীকে অপহরণের পর চলন্ত মোটরসাইকেল থেকে ফেলে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় ওই কিশোরীকে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে পুলিশ গত সোমবার দিবাগত রাতে পঞ্চগড় জেলার দুইজনকে গ্রেপ্তার করে। আজ মঙ্গলবার তাদেরকে আদালতের
৩৫ মিনিট আগে