Ajker Patrika

আলটিমেটামের পর নতুন ভিসি পেল বেরোবি

রংপুর প্রতিনিধি
আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৪, ২১: ৫৪
আলটিমেটামের পর নতুন ভিসি পেল বেরোবি

শিক্ষার্থীদের আলটিমেটামের এক দিন পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. শওকত আলী।   

আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে রংপুর আইন, ২০০৯ এর ১০(১) ধারা অনুযায়ী প্রফেসর ড. মো. শওকত আলীকে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভাইস চ্যান্সেলর পদে নিম্নোক্ত শর্তে নিয়োগ প্রদান করা হলো। 

ভাইস চ্যান্সেলর পদে তাঁর নিয়োগের মেয়াদ যোগদানের তারিখ থেকে চার বছর হবে। উপর্যুক্ত পদে তিনি তাঁর বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতাদি পাবেন এবং বিধি অনুযায়ী পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা ভোগ করবেন।  

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করবেন এবং রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যেকোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন। 

বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ড. মো. শওকত আলীর বাড়ি রংপুর জেলার পীরগঞ্জ উপজেলায়। 

এর আগে ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগের পর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, প্রক্টর, কোষাধ্যক্ষসহ প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকা ৪০ জন ব্যক্তি পদত্যাগ করেন। এতে অচল হয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। 

বেতন–ভাতা তুলতে পারেননি শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা। পরে সেশনজট থেকে রক্ষাসহ বিশ্ববিদ্যালয় শিক্ষা কার্যক্রম শুরু করতে এক সপ্তাহ ধরে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা আন্দোলন শুরু করেন। 

সর্বশেষ গত সোমবার রংপুর-দিনাজপুর মহাসড়ক অবরোধ করে উপাচার্য নিয়োগের দাবি করেন। এ সময় আলটিমেটাম দেওয়া হয় দ্রুত উপাচার্য নিয়োগ না হলে উত্তরাঞ্চল ব্লকেড কর্মসূচি দেওয়া হবে। এর এক দিন পরই ভিসি পেল বেরোবি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত