Ajker Patrika

শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় জামাতার মৃত্যু

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনের ধাক্কায় জামাতার মৃত্যু

শ্বশুরবাড়ি বেড়াতে এসে পার্শ্ববর্তী রেল লাইনের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় আব্দুল মালেক (৪৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। অসতর্কতা অবস্থায় মোবাইল কথা বলার সময় এই দুর্ঘটনা ঘটে বলে জানান স্থানীয়রা।  

গতকাল সোমবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে শ্বশুরবাড়ি থেকে বুড়িমারী বাজারে যাওয়ার পথে ঘুন্টি এলাকার রেলরুটের নিকট এই দুর্ঘটনা ঘটে।

আব্দুল মালেক নীলফামারী জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম গ্রামে আব্দুস সোবাহানের ছেলে।

লালমনিরহাটের পাটগ্রামের বুড়িমারী রেলস্টেশন থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ৭২ নম্বর বুড়িমারী কমিউটার ট্রেনের সঙ্গে বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

পাটগ্রাম থানা-পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ৫ দিন আগে পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মাছির বাজার গ্রামে শ্বশুর আবুল কালামের বাড়ি বেড়াতে আসে জামাতা আব্দুল মালেক। সোমবার (৩১ অক্টোবর) রাত সোয়া ৮টার দিকে মোবাইলে কথা বলতে বলতে শ্বশুরবাড়ি থেকে বুড়িমারী বাজারে যাচ্ছিলেন। পথে ঘুন্টি এলাকার রেলরুটের নিকট লালমনিরহাটগামী দ্রুতগামী ট্রেন তাঁকে ধাক্কা দেয়।

আহতাবস্থায় স্থানীয়রা পাটগ্রাম দমকল বাহিনীর সহায়তায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যান। জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে (আব্দুল মালেককে) মৃত ঘোষণা করে।

পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত