Ajker Patrika

বেরোবি ছাত্রলীগের নেতৃত্বে সভাপতি পোমেল, সম্পাদক শামীম  

বেরোবি প্রতিনিধি
বেরোবি ছাত্রলীগের নেতৃত্বে সভাপতি পোমেল, সম্পাদক শামীম  

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির ৯ মাস পর ৩০ সদস্যবিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কমিটি অনুমোদনের তথ্য জানানো হয়। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন পোমেল বড়ুয়া ও সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান শামীম। 

নতুন কমিটিতে সহ সভাপতি পদে রয়েছেন-মো. ফজলে রাব্বী, রেজওয়ানুল আনাম তন্ময়, আরিফুল ইসলাম, সামিউল রেজা রিমন, তানভীর আহমেদ, আব্দুস সালাম, লুবনা হক মিমি, আব্দুল্লাহ আল নোমান খান, রেজাউল করিম শাকিল, রকিবুল হাসান রুপম, শামীম আহমেদ, নাজমুল হক শুভ, জাহাঙ্গীর আলম ও মাহাবুব। 

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন-মারুফ রহমান ভূঁইয়া সুব্রত ঘোষ, মোস্তফা কামাল, ইমরান চৌধুরী আকাশ, কাউসার আহমেদ শাওন ও আব্দুল্লাহ আল মুমিন। 
 
সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন-ফরহাদ হোসেন এলিট, ধনঞ্জয় কুমার দাস, নেছার উদ্দিন, মিনহাজুল ইসলাম মানিক ও ঐশী ইসলাম। 

এ বিষয়ে পোমেল বড়ুয়া আজকের পত্রিকাকে বলেন, ‘দীর্ঘদিন পর নতুন কমিটি হয়েছে। নতুন কমিটির সকলে বেরোবি শিক্ষার্থীদের পাশে থেকে পরিচ্ছন্ন সংগঠন উপহার দেওয়ার চেষ্টা করব। জাতির পিতার আদর্শকে লালন করে বেরোবি ছাত্রলীগ দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার অগ্রণী ভূমিকা পালন করবে।’ 

জানা গেছে, গত বছরের ২২ নভেম্বর বেরোবি শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটিতে সভাপতি ও সম্পাদক পদে আগ্রহীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত আহ্বান করা হয়। পরে ২৫ ডিসেম্বর শাখা ছাত্রলীগের তত্ত্বাবধানের দায়িত্ব থাকা কেন্দ্রীয় নেতারা ক্যাম্পাসে উপস্থিত সবার জীবনবৃত্তান্ত সংগ্রহ করেন। পরে গতকাল রোববার রাত ১১টার দিকে আগামী এক বছরের জন্য বেরোবি শাখার আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়। 

উল্লেখ্য, ২০১৭ সালের ৫ জুন আবু মোন্নাফ আল তুষার কিবরিয়াকে সভাপতি ও কামরুল হাসান নোবেল শেখকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি ঘোষণা করেছিলেন তৎকালীন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত