ঠাকুরগাঁও প্রতিনিধি
মিলন হোসেন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় বিক্ষোভ হয়েছে। উপজেলার খনগাঁও এলাকায় আজ রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত রাস্তা অবরোধ করে চাপাপাড়া গ্রামের মানুষ বিক্ষোভ করেন। এতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে ঠাকুরগাঁও রোড পর্যন্ত যান চলাচল স্থবির হয়ে পড়ে।
মিলনের মা সাবিনা বেগম বিক্ষোভে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। তিনি বলেন, ‘আমার বুকের মানিককে যারা কেড়ে নিয়েছে, আমি তাদের ফাঁসি চাই। আমার ছেলের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি রাস্তায় থাকব।’
মিলনের ভগ্নিপতি রবিউল ইসলাম প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন, ‘আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার চাই। ৯০ দিনের মধ্যে যদি বিচার না হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’
স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, ‘মিলন খুব ভালো ছেলে ছিল। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
মিলন হত্যায় জড়িত থাকার অভিযোগে গত পাঁচ দিনে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। তাঁদের মধ্যে তিনজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মহেশপুর গ্রামের সেজান আলী (২৫), তাঁর মা শিউলি বেগম, একই উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের মুরাদ ওরফে নাসিম (২৫), সেজানের ভাগনে মহেশপুর গ্রামের মনিরুল হক (১৭) ও সেজানের ভাগনি পৌর শহরের তেলিপাড়া মহল্লার রত্না আক্তার ইভা (১৯)।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক নবিউল ইসলাম জানান, হত্যায় জড়িত সেজান, মুরাদ ও ইভাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শেষে তাঁদের আদালতে তোলা হবে।
গত ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছন থেকে নিখোঁজ হন মিলন হোসেন। অপহরণকারীরা মিলনের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মিলনের বাবা পাঞ্জাব আলী জানান, ৯ মার্চ মুক্তিপণ হিসেবে ২৫ লাখ টাকা দিলেও তাঁর ছেলের খোঁজ মেলেনি।
পরে, গত বুধবার রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেটের স্লাব থেকে মিলনের লাশ উদ্ধার করে জেলা ডিবি পুলিশ। মিলন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পাঞ্জাব আলীর ছেলে। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসিতে ভর্তির জন্য গাজীপুরে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।
মিলন হোসেন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় বিক্ষোভ হয়েছে। উপজেলার খনগাঁও এলাকায় আজ রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত রাস্তা অবরোধ করে চাপাপাড়া গ্রামের মানুষ বিক্ষোভ করেন। এতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে ঠাকুরগাঁও রোড পর্যন্ত যান চলাচল স্থবির হয়ে পড়ে।
মিলনের মা সাবিনা বেগম বিক্ষোভে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। তিনি বলেন, ‘আমার বুকের মানিককে যারা কেড়ে নিয়েছে, আমি তাদের ফাঁসি চাই। আমার ছেলের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি রাস্তায় থাকব।’
মিলনের ভগ্নিপতি রবিউল ইসলাম প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন, ‘আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার চাই। ৯০ দিনের মধ্যে যদি বিচার না হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’
স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, ‘মিলন খুব ভালো ছেলে ছিল। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’
মিলন হত্যায় জড়িত থাকার অভিযোগে গত পাঁচ দিনে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। তাঁদের মধ্যে তিনজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মহেশপুর গ্রামের সেজান আলী (২৫), তাঁর মা শিউলি বেগম, একই উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের মুরাদ ওরফে নাসিম (২৫), সেজানের ভাগনে মহেশপুর গ্রামের মনিরুল হক (১৭) ও সেজানের ভাগনি পৌর শহরের তেলিপাড়া মহল্লার রত্না আক্তার ইভা (১৯)।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক নবিউল ইসলাম জানান, হত্যায় জড়িত সেজান, মুরাদ ও ইভাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শেষে তাঁদের আদালতে তোলা হবে।
গত ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছন থেকে নিখোঁজ হন মিলন হোসেন। অপহরণকারীরা মিলনের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মিলনের বাবা পাঞ্জাব আলী জানান, ৯ মার্চ মুক্তিপণ হিসেবে ২৫ লাখ টাকা দিলেও তাঁর ছেলের খোঁজ মেলেনি।
পরে, গত বুধবার রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেটের স্লাব থেকে মিলনের লাশ উদ্ধার করে জেলা ডিবি পুলিশ। মিলন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পাঞ্জাব আলীর ছেলে। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসিতে ভর্তির জন্য গাজীপুরে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
২ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
২ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
২ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৩ ঘণ্টা আগে