Ajker Patrika

মুক্তিপণ ২৫ লাখ টাকা নিয়েও মিলনকে হত্যা: জড়িতদের বিচারের দাবিতে সড়ক অবরোধ

ঠাকুরগাঁও প্রতিনিধি
আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৯: ০০
মিলন হোসেন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
মিলন হোসেন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মিলন হোসেন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঠাকুরগাঁও শহরের চৌরাস্তায় বিক্ষোভ হয়েছে। উপজেলার খনগাঁও এলাকায় আজ রোববার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত রাস্তা অবরোধ করে চাপাপাড়া গ্রামের মানুষ বিক্ষোভ করেন। এতে শহরের পুরাতন বাসস্ট্যান্ড থেকে ঠাকুরগাঁও রোড পর্যন্ত যান চলাচল স্থবির হয়ে পড়ে।

মিলনের মা সাবিনা বেগম বিক্ষোভে অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং ছেলের হত্যাকারীদের ফাঁসির দাবি জানান। তিনি বলেন, ‘আমার বুকের মানিককে যারা কেড়ে নিয়েছে, আমি তাদের ফাঁসি চাই। আমার ছেলের হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমি রাস্তায় থাকব।’

মিলনের ভগ্নিপতি রবিউল ইসলাম প্রশাসনের কাছে দ্রুত বিচার দাবি করেন। তিনি বলেন, ‘আমরা প্রশাসনের কাছে দ্রুত বিচার চাই। ৯০ দিনের মধ্যে যদি বিচার না হয়, তাহলে আমরা আরও কঠোর আন্দোলনে যাব।’

স্থানীয় বাসিন্দা রহিম মিয়া বলেন, ‘মিলন খুব ভালো ছেলে ছিল। যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত।’

মিলন হোসেন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
মিলন হোসেন হত্যায় জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবিতে ঠাকুরগাঁও শহরে বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

মিলন হত্যায় জড়িত থাকার অভিযোগে গত পাঁচ দিনে পাঁচজনকে গ্রেপ্তার করেছে জেলা ডিবি পুলিশ। তাঁদের মধ্যে তিনজনকে রিমান্ডে নেওয়া হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার মহেশপুর গ্রামের সেজান আলী (২৫), তাঁর মা শিউলি বেগম, একই উপজেলার আরাজি পাইকপাড়া গ্রামের মুরাদ ওরফে নাসিম (২৫), সেজানের ভাগনে মহেশপুর গ্রামের মনিরুল হক (১৭) ও সেজানের ভাগনি পৌর শহরের তেলিপাড়া মহল্লার রত্না আক্তার ইভা (১৯)।

মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপপরিদর্শক নবিউল ইসলাম জানান, হত্যায় জড়িত সেজান, মুরাদ ও ইভাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ড শেষে তাঁদের আদালতে তোলা হবে।

গত ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও পলিটেকনিকের পেছন থেকে নিখোঁজ হন মিলন হোসেন। অপহরণকারীরা মিলনের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে। মিলনের বাবা পাঞ্জাব আলী জানান, ৯ মার্চ মুক্তিপণ হিসেবে ২৫ লাখ টাকা দিলেও তাঁর ছেলের খোঁজ মেলেনি।

পরে, গত বুধবার রাতে সদর উপজেলার শিবগঞ্জ মহেশপুর গ্রামের সেজান আলীর বাড়ির পরিত্যক্ত টয়লেটের স্লাব থেকে মিলনের লাশ উদ্ধার করে জেলা ডিবি পুলিশ। মিলন ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার খনগাঁও চাপাপাড়া এলাকার পাঞ্জাব আলীর ছেলে। তিনি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসিতে ভর্তির জন্য গাজীপুরে একটি কোচিং সেন্টারে ভর্তি হয়েছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত