Ajker Patrika

কালীগঞ্জে বজ্রপাতে গোয়ালঘরসহ ২টি পশু পুড়ে ছাই

প্রতিনিধি, কালীগঞ্জ (লালমনিরহাট)
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২: ০৬
কালীগঞ্জে বজ্রপাতে গোয়ালঘরসহ ২টি পশু পুড়ে ছাই

লালমনিরহাটের কালীগঞ্জে নূরনবী বকুলের বাড়িতে বজ্রপাতের ঘটনায় গোয়ালঘরসহ একটি গরু ও একটি ছাগল পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় এ দুর্ঘটনাটি ঘটে। 

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত থেকে প্রচুর বৃষ্টিপাতসহ বজ্রপাত হচ্ছিল। আজ বিকেল ৪টার দিকে বজ্রপাত হলে নূরনবী বকুলের বসতবাড়িসহ গোয়ালঘরে আগুন লেগে যায়। খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিসের লোকজন এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। কিন্তু ততক্ষণে গোয়ালঘরসহ গরু ও ছাগল পুড়ে যায়। 

ক্ষতিগ্রস্ত নূরনবী বকুল বলেন, বজ্রপাতের ঘটনায় গোয়ালঘরসহ একটি গরু ও একটি ছাগল পুড়ে গেছে। এতে আমার অনেক ক্ষতি হয়ে গেছে। 

কালীগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আল আমিন বলেন, খবর পেয়ে পৌঁছাতে যে সময় লেগেছে ততক্ষণে গোয়ালঘরসহ ২টি পশু পুড়ে যায়। তবে বসতবাড়ি রক্ষা করা গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত