সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীর (ডিইই) বিরুদ্ধে অধস্তন কর্মচারীকে দপ্তরে ডেকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রেলওয়ে শ্রমিকেরা।
আজ সোমবার সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন শ্রমিকেরা। এ সময় শ্রমিক লীগের নেতারা শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার সভাপতি নুরুল ইসলাম, অতিরিক্ত সম্পাদক ছালেহ উদ্দিন ও ওপেন লাইন শাখার সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, গত শনিবার বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী খায়রুল ইসলাম কোনো কারণ ছাড়াই তাঁর অফিসে মিটার রিডার ফারুক হোসেনকে ডেকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। প্রতিবাদ করায় জুতা খুলে ফারুককে মারধর করেন।
তাঁরা অবিলম্বে ওই প্রকৌশলীকে বদলিসহ বিভাগীয় ব্যবস্থার দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের বার্ষিক পোশাক, অন্য প্রাসঙ্গিক দ্রব্যাদি প্রাপ্তি এবং চিকিৎসা ভাতা প্রদানে গাফিলতি দূর করে সঠিক সময়ে বিতরণের আহ্বান জানান।
সমাবেশে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান উপস্থিত হয়ে শ্রমিকদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। তবে ডিইইকে কারখানা থেকে প্রত্যাহার তথা বদলির এখতিয়ার তাঁর নেই বলে জানান।
পরে বিষয়টি রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের ওপর ন্যস্ত করা হয়। তিনি ঢাকা থেকে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানালে শ্রমিকেরা কাজে ফিরে যান।
অভিযুক্ত প্রকৌশলীর (ডিইই) খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিটার রিডার ফারুক তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। তিনি মিটারের বিল রিডিংয়ে নয়ছয় করার কারণে আমার রেলওয়ের বাসভবনের বিদ্যুতের বিল প্রতি মাসে অতিরিক্ত আসে। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসা করায় তিনি আমার সঙ্গে অসদাচরণ করেন। তাই আমি তাঁর বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ফারুক নিজের অপকর্ম আড়াল করতে মারধরের মিথ্যে অভিযোগ তুলে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে।’ তবে এ বিষয়ে ভুক্তভোগী ফারুক হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এমনকি সংবাদকর্মীদের দেখে তিনি একরকম আড়ালে চলে যান।
নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ে বিদ্যুৎ বিভাগের এক প্রকৌশলীর (ডিইই) বিরুদ্ধে অধস্তন কর্মচারীকে দপ্তরে ডেকে জুতাপেটা করার অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচারের দাবিতে বিক্ষোভ সমাবেশ করেছেন রেলওয়ে শ্রমিকেরা।
আজ সোমবার সৈয়দপুর রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়কের (ডিএস) কার্যালয়ের সামনে এ সমাবেশ করেন শ্রমিকেরা। এ সময় শ্রমিক লীগের নেতারা শ্রমিকদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সমাবেশে বক্তব্য দেন সৈয়দপুর রেলওয়ে শ্রমিক লীগ কারখানা শাখার সভাপতি নুরুল ইসলাম, অতিরিক্ত সম্পাদক ছালেহ উদ্দিন ও ওপেন লাইন শাখার সভাপতি দেলোয়ার হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, গত শনিবার বিভাগীয় বিদ্যুৎ প্রকৌশলী খায়রুল ইসলাম কোনো কারণ ছাড়াই তাঁর অফিসে মিটার রিডার ফারুক হোসেনকে ডেকে তিন ঘণ্টা অবরুদ্ধ করে রাখেন। প্রতিবাদ করায় জুতা খুলে ফারুককে মারধর করেন।
তাঁরা অবিলম্বে ওই প্রকৌশলীকে বদলিসহ বিভাগীয় ব্যবস্থার দাবি জানান। একই সঙ্গে শ্রমিকদের বার্ষিক পোশাক, অন্য প্রাসঙ্গিক দ্রব্যাদি প্রাপ্তি এবং চিকিৎসা ভাতা প্রদানে গাফিলতি দূর করে সঠিক সময়ে বিতরণের আহ্বান জানান।
সমাবেশে রেলওয়ে কারখানার বিভাগীয় তত্ত্বাবধায়ক (ডিএস) সাদেকুর রহমান উপস্থিত হয়ে শ্রমিকদের দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার মাধ্যমে সমাধানের আশ্বাস দেন। তবে ডিইইকে কারখানা থেকে প্রত্যাহার তথা বদলির এখতিয়ার তাঁর নেই বলে জানান।
পরে বিষয়টি রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় নেতা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোখছেদুল মোমিনের ওপর ন্যস্ত করা হয়। তিনি ঢাকা থেকে ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে জানালে শ্রমিকেরা কাজে ফিরে যান।
অভিযুক্ত প্রকৌশলীর (ডিইই) খায়রুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘মিটার রিডার ফারুক তাঁর দায়িত্ব সঠিকভাবে পালন করছেন না। তিনি মিটারের বিল রিডিংয়ে নয়ছয় করার কারণে আমার রেলওয়ের বাসভবনের বিদ্যুতের বিল প্রতি মাসে অতিরিক্ত আসে। এ নিয়ে তাঁকে জিজ্ঞাসা করায় তিনি আমার সঙ্গে অসদাচরণ করেন। তাই আমি তাঁর বিরুদ্ধে চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নিয়েছি।’
তিনি আরও বলেন, ‘ফারুক নিজের অপকর্ম আড়াল করতে মারধরের মিথ্যে অভিযোগ তুলে আমাকে বিতর্কিত করার চেষ্টা করছে।’ তবে এ বিষয়ে ভুক্তভোগী ফারুক হোসেন গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অপারগতা প্রকাশ করেন। এমনকি সংবাদকর্মীদের দেখে তিনি একরকম আড়ালে চলে যান।
দখল-দূষণে অস্তিত্বসংকটে পড়েছে কুমিল্লার পুরাতন গোমতী নদী। দখলদারদের কাছ থেকে নদীটি উদ্ধারের পর সংস্কার করে রাজধানীর হাতিরঝিলের আদলে নান্দনিক করার প্রকল্প হাতে নেওয়া হলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নদীপাড়ে উচ্ছেদ অভিযান পরিচালনার বিষয়ে কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক), পানি উন্নয়ন বোর্ড (পাউবো)
১ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে ধর্ষণের মামলা থেকে বাঁচতে জালিয়াতির মাধ্যমে তৈরি করা জন্মসনদে বয়স কমানোর অভিযোগ উঠেছে এক তরুণের বিরুদ্ধে। অভিযুক্ত তরুণের নাম কাউসার হোসেন (১৯)। তিনি উপজেলার বাগানবাজার ইউনিয়নের হলুদিয়া এলাকার প্রয়াত মুকলেছুর রহমানের ছেলে। জালিয়াতির মাধ্যমে করা জন্মসনদে কাউসারের বয়স দেখানো হয়েছ
১ ঘণ্টা আগেনীলফামারীর ডিমলা উপজেলা ঘিরে রেখেছে নাউতারা, কুমলাই, ধুম ও বুড়িতিস্তা নদ-নদী। তবে দখল-দূষণে অস্তিত্বের সংকটে পড়েছে এগুলো। তিন বছর আগে প্রাণ ফেরাতে নাউতারা ও ধুম খনন করা হলেও কাজে আসেনি। খননের পরও নিশ্চিত করা যায়নি পানির প্রবাহ। নাব্যতা হারিয়ে এগুলো শুকিয়ে জেগে উঠেছে চর। সেখানে ধানসহ সবজির চাষ হচ্ছে।
১ ঘণ্টা আগেগত বছরের দফায় দফায় বন্যায় মৌলভীবাজারে প্রায় ২৫০ কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। বছর পেরিয়ে আবার বর্ষা মৌসুম এলেও সড়ক সংস্কারে কোনো উদ্যোগ নেয়নি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এতে সীমাহীন দুর্ভোগে রয়েছে জেলাবাসী। সড়কগুলোর কোনোটির পিচ উঠে ইট-সুরকি বেরিয়ে গেছে, কোথাও সৃষ্টি হয়েছে ছোট-বড় অসংখ্য গর্ত।
১ ঘণ্টা আগে