Ajker Patrika

টিসিবির পণ্য বিতরণে অনিয়ম, ৫ ডিলারকে কারণ দর্শানোর নোটিশ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
টিসিবির পণ্য বিতরণে অনিয়ম, ৫ ডিলারকে কারণ দর্শানোর নোটিশ

রংপুরের গঙ্গাচড়ায় ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) স্বল্প মূল্যে পণ্য বিক্রি কার্যক্রমে অনিয়মের অভিযোগ উঠেছে ৫ ডিলারের বিরুদ্ধে।

এ ঘটনায় গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাহিদ তামান্না স্বাক্ষরিত চিঠিতে তাদেরকে কারণ দর্শাতে বলা হয়েছে। পত্র প্রাপ্তির তিন কার্যদিবসের মধ্যে তাদেরকে জবাব দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অভিযুক্তরা হলেন বেতগাড়ি ইউনিয়নের মেসার্স শাহ স্টোর, গজঘন্টা ইউনিয়নের মেসার্স মাহামুদ স্টোর, মেসার্স সাবির এন্টারপ্রাইজ, মেসার্স মামুন এন্টারপ্রাইজ এবং মেসার্স নাফিজা এন্টারপ্রাইজ।

অভিযুক্ত ৫ ডিলারের প্রত্যেকের বিরুদ্ধে প্রায় ৬০-৭০ জন ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ফেব্রুয়ারি মাসের পণ্য বিতরণ না করার অভিযোগ রয়েছে। এ অভিযোগের প্রেক্ষিতে তাদেরকে কারণ দর্শানো হয়।

এ বিষয়ে মাসুদার রহমান নামে এক ডিলারের কাছে জানতে চাইলে তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা মাল দিচ্ছি এক সপ্তাহ হয়েছে। এখন আমাদের কেনো কারণ দর্শানোর নোটিশ দেওয়া হলো তা জানা নেই। আমরা আমাদের সব মাল মেকাপ করে দিয়ে আসছি।’

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ তামান্না বলেন, ‘টিসিবির কার্ডধারী অনেক ব্যক্তি এইসব ডিলারদের কাছ থেকে পণ্য পায়নি। এমন অভিযোগের ভিত্তিতে তাদের কাছে তিন কার্য দিবসের মধ্যে চাওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত