লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকসহ মুকুল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশকে তথ্য দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলে ছায়েদ আলী নামের এক দিনমজুরের দুটি গরু নিয়ে গেছেন মুকুলের বাবা।
ছায়েদ আলী (৭০) তাঁর সম্বল গরু দুটি হারানোর শঙ্কায় বারবার অচেতন হয়ে পড়ছেন। ছায়েদ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধেও গরু দুটি ফেরত দেওয়া হয়নি।
আজ সোমবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী মাঝাপাড়া গ্রামে দিনমজুরের উঠান থেকে গরু দুটি নিয়ে যান প্রতিবেশী বজলার রহমান।
স্থানীয় বাসিন্দারা জানান, ছায়েদ আলীর ছেলে রবিউল ইসলামের অটোরিকশা ভাড়ায় চালান বজলার রহমানের ছেলে মুকুল মিয়া। গত বৃহস্পতিবার সেই অটোরিকশায় মাদকদ্রব্য পরিবহনের সময় ভেলাবাড়িতে পুলিশের হাতে আটক হন মুকুল। তাঁর পরিবারের ধারণা, রবিউল পুলিশকে ফোনকল করে মুকুলকে ধরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মুকুলের বাবা বজলার রহমান আজ সোমবার সকালে ছায়েদ আলীর গরু দুটি জোর করে ধরে নিয়ে যান। অন্যের জমিতে কাজ করার সময় খবর পেয়ে ছায়েদ আলী ও তাঁর স্ত্রী ওলামা খাতুন বজলারের হাতে-পায়ে ধরেও গরু ফেরত আনতে পারেননি।
বজলারের দাবি, তাঁর ছেলেকে এনে না দিলে গরু ফেরত দেবেন না। এ কথা শুনে খাওয়াদাওয়া বন্ধ করে দেন ছায়েদ আলী। কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর পেয়ে প্রতিবেশীরা গিয়েও গরু ফিরিয়ে আনতে ব্যর্থ হন।
ছায়েদ আলী বলেন, ‘দিনমজুরির আয়ে আমাদের সংসার চলে। ছেলেরা বিয়ের পর আলাদা বাড়িতে থাকে। এ কারণে পেটের দায়ে বৃদ্ধ বয়সেও কাজ করতে হয়। অনেক কষ্টে জমানো টাকা থেকে রুগ্ণ একটি গরু কিনেছিলাম ২৬ হাজার টাকায়। সেই গরু থেকে এখন দুটি গরু। যার একটি অন্তঃসত্ত্বা। সেই গরু দুটি জোর করে ধরে নিয়ে গেছেন বজলার রহমান। তাঁর ভয়ে সবাই তটস্থ থাকেন।’
ছায়েদ আলী বলেন, ‘এই গরুই আমার একমাত্র সম্বল। বজলারের ছেলেকে মাদকসহ ধরে নিয়ে গেছে পুলিশ। সেই রাগে বজলার আমার গরু নিয়ে গেছেন। তাঁর ছেলেকে জামিনে এনে না দিলে তিনি আমার গরু ফেরত দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। আমি গরিব মানুষ। খাবার পাই না। তাঁর ছেলেকে জামিন করার এত টাকা কোথায় পাব। গরু না পেলে আমি মারা যাব’, বলেই অচেতন হয়ে পড়েন ছায়েদ।
ওলামা খাতুন বলেন, ‘বাবা গরু না পেলে বুড়া (স্বামী) বাঁচবে না। সারা দিন গরুর শোকে কিছুই খায়নি। বারবার অচেতন হয়ে যাচ্ছে। তোমরা গরু দুইটা আনি দাও বাহে।’
অভিযোগের বিষয়ে বজলার রহমান বলেন, ‘ছায়েদ আলীর ছেলে রবিউল চালাকি করে ডেকে নিয়ে গিয়ে আমার ছেলেকে মাদকসহ ফাঁসিয়ে দিয়েছে। আমার ছেলেকে না আনা পর্যন্ত বা আপস না করা পর্যন্ত গরু দেব না। গরু আমার ঘরে আটকে রাখা আছে।’
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘বজলারকে গরু ফেরত দিতে অনুরোধ করেছি। কিন্তু কোনোভাবেই গরু ফেরত দেননি। গরু তাঁর বাড়িতেই আছে, বিক্রি বা ক্ষতি করেননি। ছায়েদ আলী একজন দিনমজুর। তাঁর প্রতি অন্যায় হচ্ছে। আমি বজলারের বিচারের দাবি জানাই।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দিনমজুরের গরু ধরে নিয়ে যাওয়ার খবর জানা নেই। কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাদকসহ মুকুল মিয়া নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশকে তথ্য দিয়ে ফাঁসিয়ে দেওয়ার অভিযোগ তুলে ছায়েদ আলী নামের এক দিনমজুরের দুটি গরু নিয়ে গেছেন মুকুলের বাবা।
ছায়েদ আলী (৭০) তাঁর সম্বল গরু দুটি হারানোর শঙ্কায় বারবার অচেতন হয়ে পড়ছেন। ছায়েদ আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের অনুরোধেও গরু দুটি ফেরত দেওয়া হয়নি।
আজ সোমবার সকালে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দীঘলটারী মাঝাপাড়া গ্রামে দিনমজুরের উঠান থেকে গরু দুটি নিয়ে যান প্রতিবেশী বজলার রহমান।
স্থানীয় বাসিন্দারা জানান, ছায়েদ আলীর ছেলে রবিউল ইসলামের অটোরিকশা ভাড়ায় চালান বজলার রহমানের ছেলে মুকুল মিয়া। গত বৃহস্পতিবার সেই অটোরিকশায় মাদকদ্রব্য পরিবহনের সময় ভেলাবাড়িতে পুলিশের হাতে আটক হন মুকুল। তাঁর পরিবারের ধারণা, রবিউল পুলিশকে ফোনকল করে মুকুলকে ধরিয়ে দেন। এতে ক্ষিপ্ত হয়ে মুকুলের বাবা বজলার রহমান আজ সোমবার সকালে ছায়েদ আলীর গরু দুটি জোর করে ধরে নিয়ে যান। অন্যের জমিতে কাজ করার সময় খবর পেয়ে ছায়েদ আলী ও তাঁর স্ত্রী ওলামা খাতুন বজলারের হাতে-পায়ে ধরেও গরু ফেরত আনতে পারেননি।
বজলারের দাবি, তাঁর ছেলেকে এনে না দিলে গরু ফেরত দেবেন না। এ কথা শুনে খাওয়াদাওয়া বন্ধ করে দেন ছায়েদ আলী। কান্নায় ভেঙে পড়েন তিনি। খবর পেয়ে প্রতিবেশীরা গিয়েও গরু ফিরিয়ে আনতে ব্যর্থ হন।
ছায়েদ আলী বলেন, ‘দিনমজুরির আয়ে আমাদের সংসার চলে। ছেলেরা বিয়ের পর আলাদা বাড়িতে থাকে। এ কারণে পেটের দায়ে বৃদ্ধ বয়সেও কাজ করতে হয়। অনেক কষ্টে জমানো টাকা থেকে রুগ্ণ একটি গরু কিনেছিলাম ২৬ হাজার টাকায়। সেই গরু থেকে এখন দুটি গরু। যার একটি অন্তঃসত্ত্বা। সেই গরু দুটি জোর করে ধরে নিয়ে গেছেন বজলার রহমান। তাঁর ভয়ে সবাই তটস্থ থাকেন।’
ছায়েদ আলী বলেন, ‘এই গরুই আমার একমাত্র সম্বল। বজলারের ছেলেকে মাদকসহ ধরে নিয়ে গেছে পুলিশ। সেই রাগে বজলার আমার গরু নিয়ে গেছেন। তাঁর ছেলেকে জামিনে এনে না দিলে তিনি আমার গরু ফেরত দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। আমি গরিব মানুষ। খাবার পাই না। তাঁর ছেলেকে জামিন করার এত টাকা কোথায় পাব। গরু না পেলে আমি মারা যাব’, বলেই অচেতন হয়ে পড়েন ছায়েদ।
ওলামা খাতুন বলেন, ‘বাবা গরু না পেলে বুড়া (স্বামী) বাঁচবে না। সারা দিন গরুর শোকে কিছুই খায়নি। বারবার অচেতন হয়ে যাচ্ছে। তোমরা গরু দুইটা আনি দাও বাহে।’
অভিযোগের বিষয়ে বজলার রহমান বলেন, ‘ছায়েদ আলীর ছেলে রবিউল চালাকি করে ডেকে নিয়ে গিয়ে আমার ছেলেকে মাদকসহ ফাঁসিয়ে দিয়েছে। আমার ছেলেকে না আনা পর্যন্ত বা আপস না করা পর্যন্ত গরু দেব না। গরু আমার ঘরে আটকে রাখা আছে।’
দুর্গাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আশরাফুল ইসলাম বলেন, ‘বজলারকে গরু ফেরত দিতে অনুরোধ করেছি। কিন্তু কোনোভাবেই গরু ফেরত দেননি। গরু তাঁর বাড়িতেই আছে, বিক্রি বা ক্ষতি করেননি। ছায়েদ আলী একজন দিনমজুর। তাঁর প্রতি অন্যায় হচ্ছে। আমি বজলারের বিচারের দাবি জানাই।’
আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আকবর আজকের পত্রিকাকে বলেন, ‘মাদকদ্রব্য স্কাফ সিরাপসহ মুকুলকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় দিনমজুরের গরু ধরে নিয়ে যাওয়ার খবর জানা নেই। কোনো অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
গাজীপুরের টঙ্গীতে সাবরেজিস্ট্রার না থাকায় জমি বেচাকেনায় চরম ভোগান্তির শিকার হচ্ছেন ক্রেতা-বিক্রেতারা। এ ছাড়া সপ্তাহে মাত্র দুই দিন অফিস চলায় প্রয়োজনীয় তথ্যসেবাও মিলছে না।
২ ঘণ্টা আগে‘স্বপ্ন দেখি বই পড়ি’ স্লোগান সামনে রেখে রাজধানীর হাজারীবাগ গার্লস স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে প্রথম বাংলাদেশ বুক অলিম্পিয়াড। এটি নারীদের জন্য বিশেষভাবে আয়োজিত একটি উদ্যোগ। এই আয়োজনে বক্তারা বই পড়ে কেবল জ্ঞান অর্জনের পরিবর্তে অনুধাবনচর্চার ওপর জোর দেন।
৪ ঘণ্টা আগেকক্সবাজারে সরকারি সফরে এসে ‘অসুস্থ হয়ে পড়ায়’ সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকীকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে ঢাকায় পাঠানো হয়েছে। শনিবার রাত সাড়ে ১০ টার পরপরই তাকে নিয়ে কক্সবাজার বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়।
৫ ঘণ্টা আগেরবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা (ডিপিপি) আগামী একনেক সভায় অনুমোদনের দাবিতে অনশন করছেন শিক্ষার্থীরা। অনশনে অংশ নেওয়া দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন।
৫ ঘণ্টা আগে