রংপুর প্রতিনিধি
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত এলাকার বিএসএফের গুলিতে ইয়াসিন আলী (২৩) ও আব্দুল জলিল (২৪) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় রনচণ্ডি বিওপি আওতাধীন এলাকা সীমান্ত পিলার ৪৪৬ / ১৪ আর-এর নিকট ঘটনাটি ঘটে ৷
জানা গেছে, নিহত ইয়াসিন আলী জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে এবং আব্দুল জলিল একই উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে।
স্থানীয়, পুলিশ ও বিজিবির সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার খায়খাটোড়া সীমান্তে মহানন্দা নদীর পাড়ে ভারতের ফকিরগঞ্জ বিএসএফ ক্যাম্প-সংলগ্ন এলাকায় নদীর ধারে ওই দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবি ও পুলিশকে খবর দেয়।
এদিকে ঘটনাস্থল থেকে ওই যুবকদের লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা বলছেন, তাঁরা অবৈধভাবে গরু আনতে তারকাঁটার বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ৷
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার আজকের পত্রিকাকে বলেন, নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাঁদের গুলি করে হত্যা করে লাশ ভারতে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ভারতের অভ্যন্তরে দুজন বাংলাদেশি যুবক মারা গেছেন এমন খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি ৷ বিষয়টি আমরা দেখছি।’
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত এলাকার বিএসএফের গুলিতে ইয়াসিন আলী (২৩) ও আব্দুল জলিল (২৪) নামে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
আজ বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার তিরনইহাট ইউনিয়নের খয়খাটপাড়া এলাকায় রনচণ্ডি বিওপি আওতাধীন এলাকা সীমান্ত পিলার ৪৪৬ / ১৪ আর-এর নিকট ঘটনাটি ঘটে ৷
জানা গেছে, নিহত ইয়াসিন আলী জেলার তেঁতুলিয়া উপজেলার তিরনই হাট ইউনিয়নের ব্রহ্মতোল গ্রামের কেতাব আলীর ছেলে এবং আব্দুল জলিল একই উপজেলার সদর ইউনিয়নের মাগুড়া গ্রামের জুনু মিয়ার ছেলে।
স্থানীয়, পুলিশ ও বিজিবির সঙ্গে কথা বলে জানা গেছে, বুধবার সকালে তেঁতুলিয়া উপজেলার খায়খাটোড়া সীমান্তে মহানন্দা নদীর পাড়ে ভারতের ফকিরগঞ্জ বিএসএফ ক্যাম্প-সংলগ্ন এলাকায় নদীর ধারে ওই দুই যুবকের লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে তারা সঙ্গে সঙ্গে স্থানীয় জনপ্রতিনিধি, বিজিবি ও পুলিশকে খবর দেয়।
এদিকে ঘটনাস্থল থেকে ওই যুবকদের লাশ ভারতে নিয়ে যায় বিএসএফ। স্থানীয়রা বলছেন, তাঁরা অবৈধভাবে গরু আনতে তারকাঁটার বেড়া কেটে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন ৷
তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার আজকের পত্রিকাকে বলেন, নিহত দুজনের পরিবার ও প্রতিবেশীদের কাছ থেকে জানা গেছে, ভারত থেকে অবৈধভাবে গরু আনতে গেলে বিএসএফ তাঁদের গুলি করে হত্যা করে লাশ ভারতে নিয়ে যায়।
বিষয়টি নিশ্চিত করে পঞ্চগড় ১৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল জুবায়েদ হাসান বলেন, ‘ভারতের অভ্যন্তরে দুজন বাংলাদেশি যুবক মারা গেছেন এমন খবর পেয়েছি। তবে এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি ৷ বিষয়টি আমরা দেখছি।’
গুলশানারা মাসুদা টাওয়ার নামের ওই ভবনটিতে যেসব গাড়ি পাওয়া গেছে তার মধ্যে সংসদ সদস্যের লোগো সংবলিত একটি গাড়ি ছিল। বাড়িটির ম্যানেজার গাড়িগুলো সম্পর্কে সঠিক কোনো তথ্য দিতে পারেননি। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা বিষয়টি নিয়ে গণমাধ্যমে কথা বলতে রাজি হননি।
৪ মিনিট আগেলালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় বিদ্যুতায়িত হওয়া ভাইকে বাঁচাতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরেক ভাই ও তাদের চাচা। রোববার সকালে উপজেলার চলবলা ইউনিয়নের দুহুলী বাকালিটারী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
৩২ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে ‘ফেমাস কেমিক্যাল লিমিটেড’ নামক রাসায়নিক গুদামে আগুনের ঘটনায় এ পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনজনসহ মোট চারজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় আজ রোববার একটি মামলা দায়ের করেছেন।
১ ঘণ্টা আগেনন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার দপ্তরের সামনে অনশন কর্মসূচি পালন করছেন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা। অনশন কর্মসূচিতে আনুমানিক ১৫ থেকে ২০ জন শিক্ষক রয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে পুলিশসহ প্রশাসনের কর্মকর্তাও রয়েছেন।
১ ঘণ্টা আগে