Ajker Patrika

বোরকা পরে ছাত্রী মেসে যুবক

রংপুর ও কাউনিয়া প্রতিনিধি 
বোরকা পরে ছাত্রী মেসে যুবক

রংপুর মহানগরে স্থানীয় একটি ছাত্রী মেসে ঢোকার সময় বোরকা পরা এক যুবককে আটক করেছে এলাকাবাসী। গতকাল সোমবার রাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) সংলগ্ন চকবাজার কামারের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সোমবার রাত ১০টার দিকে বোরকা পরা এক যুবক ছাত্রীনিবাসে ঢোকার সময় তাঁর গতিবিধি দেখে তাঁদের সন্দেহ হয়। এ সময় তাঁকে আটক করার পর পুরুষ কণ্ঠে কথা বললে ছদ্মবেশ ধারণের বিষয়টি বুঝতে পারে উপস্থিত স্থানীয় লোকজন। এ সময় তাঁরা উত্তেজিত হয়ে ওই যুবকের বোরকা টেনে হিঁচড়ে খুলে ফেলে এবং পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) আতিকুর রহমান চৌধুরী বলেন, ‘আটক যুবকের নাম মইনুল ইসলাম। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জে। ছদ্মবেশ নিয়ে সে ওই ছাত্রীনিবাসে থাকা তাঁর পূর্বপরিচিত একজনের সঙ্গে দেখা করতে এসেছিল। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়পড়ুয়া এক ছাত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।’

এসআই বলেন, ‘জিজ্ঞাসাবাদে আটক দুজনের মধ্য প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানা যায়। তবে তাঁদের কারও প্রতি কোনো অভিযোগ ছিল না। পরে জিজ্ঞাসাবাদ শেষে আটক যুবককে তাঁর আত্মীয়ের জিম্মায় এবং বিশ্ববিদ্যালয়পড়ুয়া মেয়েটিকেও একজন শিক্ষকের জিম্মায় দেওয়া হয়েছে। মেয়েটি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত