পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচারসহ সাত দফা দাবিতে গাইবান্ধায় সমাবেশ হয়েছে। সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে আজ শনিবার দুপুরে পৌর শহরের ডিবি রোডের নাট্য সংস্থার সামনে এই সমাবেশ হয়। এতে তিন শতাধিক সাঁওতাল অংশ নেন।
সমাবেশে সংগঠনটির আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন কমিটির সদস্যসচিব কাজী আব্দুল খালেক, ভূমি উদ্ধার সংগ্রাম পরিষদের সভাপতি ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, সাঁওতাল হত্যা মামলার বাদী থোমাস হেমব্রম, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে শ্যামল হেমব্রম, রমেশ টুডু, মঙ্গল মারডির হত্যাকাণ্ডের ছয় বছর পেরিয়ে গেছে। আজও সেই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। সরকারের পক্ষ থেকে সাঁওতালদের পুনর্বাসনসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আজও তা বাস্তবায়ন করা হয়নি।
ফসলি জমিতে ইপিজেড নির্মাণের নামে একটি স্বার্থান্বেষী মহল বাপ-দাদার সম্পত্তি থেকে সাঁওতালদের উচ্ছেদের পাঁয়তারা করছেন। কিন্তু কোনোভাবেই জমি ছাড়া হবে না। বিরোধপূর্ণ জমিতে ইপিজেড নির্মাণ কার্যক্রম বন্ধ, তিন সাঁওতাল হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সাঁওতাল-বাঙালিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, বাপ-দাদার জমি ফেরতসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জে তিন সাঁওতাল হত্যার বিচারসহ সাত দফা দাবিতে গাইবান্ধায় সমাবেশ হয়েছে। সাহেবগঞ্জ-বাগদা ফার্ম ভূমি উদ্ধার সংগ্রাম কমিটির উদ্যোগে আজ শনিবার দুপুরে পৌর শহরের ডিবি রোডের নাট্য সংস্থার সামনে এই সমাবেশ হয়। এতে তিন শতাধিক সাঁওতাল অংশ নেন।
সমাবেশে সংগঠনটির আহ্বায়ক গোলাম রব্বানী মুসার সভাপতিত্ব করেন। এ সময় বক্তব্য দেন কমিটির সদস্যসচিব কাজী আব্দুল খালেক, ভূমি উদ্ধার সংগ্রাম পরিষদের সভাপতি ফিলিমন বাস্কে, সাধারণ সম্পাদক রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক স্বপন শেখ, জেলা বারের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বাবু, সামাজিক সংগ্রাম পরিষদের আহ্বায়ক জাহাঙ্গীর কবির তনু, জেলা জাসদের সভাপতি গোলাম মারুফ মনা, সাঁওতাল হত্যা মামলার বাদী থোমাস হেমব্রম, আদিবাসী নেত্রী প্রিসিলা মুরমু প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ২০১৬ সালের ৬ নভেম্বর গোবিন্দগঞ্জের সাঁওতাল পল্লিতে শ্যামল হেমব্রম, রমেশ টুডু, মঙ্গল মারডির হত্যাকাণ্ডের ছয় বছর পেরিয়ে গেছে। আজও সেই হত্যাকাণ্ডের বিচার শুরু হয়নি। সরকারের পক্ষ থেকে সাঁওতালদের পুনর্বাসনসহ নানা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু আজও তা বাস্তবায়ন করা হয়নি।
ফসলি জমিতে ইপিজেড নির্মাণের নামে একটি স্বার্থান্বেষী মহল বাপ-দাদার সম্পত্তি থেকে সাঁওতালদের উচ্ছেদের পাঁয়তারা করছেন। কিন্তু কোনোভাবেই জমি ছাড়া হবে না। বিরোধপূর্ণ জমিতে ইপিজেড নির্মাণ কার্যক্রম বন্ধ, তিন সাঁওতাল হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, সাঁওতাল-বাঙালিদের নামে মিথ্যা মামলা প্রত্যাহার, বাপ-দাদার জমি ফেরতসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানান বক্তারা।
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৩ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৬ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩২ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে