Ajker Patrika

দিনাজপুর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ২০ ঘণ্টা পর উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক ২০ ঘণ্টা পর উদ্ধার

দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের প্রসূতি ওয়ার্ড থেকে নবজাতক শিশু চুরির ২০ ঘণ্টার ব্যবধানে নবজাতককে সুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কোতোয়ালি থানা-পুলিশ সদর উপজেলার জয়দেবপুর মোটাশাহাপাড়া থেকে নবজাতকটিকে উদ্ধার করে। পরে দুপুরে নবজাতকটিকে মায়ের হাতে তুলে দেওয়া হয়েছে। নবজাতক চুরির সঙ্গে জড়িত থাকায় শিউলি আরা নামে এক মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। 

হাসপাতাল সূত্রে জানা গেছে, দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আক্তার বাজারের পার্শ্ববর্তী জগন্নাথপুর গ্রামের আব্দুল লতিফের স্ত্রী জায়েদা বেগম (৩৬) প্রসব বেদনা নিয়ে গত রোববার দিনাজপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন। সোমবার সকাল পৌনে ৯টায় একটি মেয়ে শিশুর জন্ম দেন জাহেদা খাতুন। শিশুর স্বাভাবিক প্রসবের পর রোগীর অন্যান্য আত্মীয়-স্বজন চলে গেলে হাসপাতালে প্রসূতি ও নবজাতকের দেখাশোনার জন্য থেকে যান প্রসূতির ছোট বোন হাজেরা বেগম। দুপুরের দিকে রোগীর বাথরুমে যাওয়ার প্রয়োজন হলে সেখানে অবস্থানরত এক নারীর হাতে শিশুটিকে দিয়ে প্রসূতিকে বাথরুমে নিয়ে যান প্রসূতির বোন হাজেরা খাতুন। পরে তারা বাথরুম থেকে ফিরে এসে দেখেন ওই নারী এবং নবজাতক নেই। 
 
তারা ওই নারীকে ওয়ার্ডে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। না পেয়ে বিকেল ৩টার দিকে হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলে হাসপাতাল কর্তৃপক্ষ তাৎক্ষণিক কোতোয়ালি থানায় জানায়। পরে পুলিশ ঘটনাস্থলে তদন্ত কার্যক্রম শুরু করেন। তদন্তকাজের জন্য পুলিশ হাসপাতালের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। 
 
দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিউলি আরা পুলিশের কাছে বাচ্চা চুরির বিষয়টি স্বীকার করেছেন। সোমবার দুপুরের পরে হাসপাতালে প্রবেশ করেন শিউলি আরা। সুযোগ বুঝে হাসপাতাল থেকে নবজাতককে চুরি করে নিজ বাসায় নিয়ে যান। 

দিনাজপুর জেলা পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন বিপিএম, পিপিএম (বার) জানান, গ্রেপ্তার হওয়া শিউলি আরার আগেও একবার বিয়ে হয়েছিল। সেই সংসারে তার দুই ছেলে মেয়ে আছে। সেখানে ছাড়াছাড়ি হলে বছর দু-এক আগে মোস্তাফিজুর রহমানের সঙ্গে আবার বিয়ে হয় তার। বিয়ের পর থেকে শিউলি আরা নিঃসন্তান ছিলেন। বাচ্চাটিকে তিনি তার বাড়িতে যত্নের সঙ্গে রেখেছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ওই মহিলা চুরির বিষয়টি স্বীকার করেছেন। তবে তার সঙ্গে আরও কেউ জড়িত আছেন কিনা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে। 

এ ঘটনায় নবজাতকের বাবা আব্দুল লতিফ বাদী হয়ে একটি অপহরণ মামলা দায়ের করেছেন বলে জানিয়েছে কোতোয়ালি থানা-পুলিশ। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত