পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেটগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ আলতাবকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পকেটগ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, আলতাব হোসেন গতকাল বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৯৩ নম্বর প্রধান পিলার ও ৮ ও ৯ নম্বর উপপিলার এলাকার একটি খেতে কাজ করছিলেন। এ সময় ভারতের কোচবিহার রাজ্যের নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের কয়েকজন সদস্য কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি তিন-চারজন চোরাকারবারিকে ধাওয়া করে সীমান্তের শূন্যরেখায় আসেন।
এ সময় চিৎকার ও হইচই শুনে আলতাব এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আলতাব গুলিবিদ্ধ হলে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এসে গালাগাল করছিলেন। এ সময় দূর থেকে আলতাব তাঁদের চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফের এক সদস্য তাঁকে লক্ষ্য করে গুলি করেন।
উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ সদস্য সামসুল হক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শুনি বিএসএফ আলতাব হোসেনকে গুলি করেছে। গুলি আলতাবের বুকে লেগেছে, চিকিৎসার জন্য তাঁকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। আলতাব কোনো চোরাকারবারি নন।’
এ ব্যাপারে বিজিবির রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আলতাব হোসেন নামের এক বাংলাদেশি কৃষক আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের পকেটগ্রাম সীমান্তে এ ঘটনা ঘটে।গুলিবিদ্ধ আলতাবকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি পকেটগ্রামের বাসিন্দা।
এলাকাবাসী জানান, আলতাব হোসেন গতকাল বিকেলে বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৯৩ নম্বর প্রধান পিলার ও ৮ ও ৯ নম্বর উপপিলার এলাকার একটি খেতে কাজ করছিলেন। এ সময় ভারতের কোচবিহার রাজ্যের নগর সিঙ্গিমারী বিএসএফ ক্যাম্পের টহল দলের কয়েকজন সদস্য কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশি তিন-চারজন চোরাকারবারিকে ধাওয়া করে সীমান্তের শূন্যরেখায় আসেন।
এ সময় চিৎকার ও হইচই শুনে আলতাব এগিয়ে গেলে বিএসএফ সদস্যরা তাঁকে লক্ষ্য করে গুলি ছোড়েন। আলতাব গুলিবিদ্ধ হলে বিএসএফ সদস্যরা দ্রুত ভারতের অভ্যন্তরে চলে যান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক গ্রামবাসী জানান, বিএসএফ সদস্যরা ভারতের কাঁটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশের সীমান্তের কাছাকাছি এসে গালাগাল করছিলেন। এ সময় দূর থেকে আলতাব তাঁদের চলে যেতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে বিএসএফের এক সদস্য তাঁকে লক্ষ্য করে গুলি করেন।
উপজেলার সিঙ্গিমারী ইউনিয়ন পরিষদ সদস্য সামসুল হক বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে শুনি বিএসএফ আলতাব হোসেনকে গুলি করেছে। গুলি আলতাবের বুকে লেগেছে, চিকিৎসার জন্য তাঁকে রংপুরে নিয়ে যাওয়া হয়েছে। আলতাব কোনো চোরাকারবারি নন।’
এ ব্যাপারে বিজিবির রংপুর ৬১ (তিস্তা-২) ব্যাটালিয়নের অধিনায়ক (সিও) শেখ মোহাম্মদ মুসাহিদ মাসুমের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৭ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৯ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
২৩ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২৫ মিনিট আগে