দিনাজপুর ও নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় দিনাজপুরের নবাবগঞ্জে পাঁচটি ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ইটভাটাগুলো গুঁড়িয়ে দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজাসহ আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পুরোনো পদ্ধতিতে (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশ ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স এম এস ব্রিকস, মেসার্স এম ভি এম ব্রিকস, মেসার্স ডব্লিউ আর এস ব্রিকস, মেসার্স রিয়াল ব্রিকস ও মেসার্স এম আর এস ব্রিকসকে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সময় মেসার্স এম ভি এম ব্রিকসকে ২০ হাজার, মেসার্স রিয়াল ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার এবং মেসার্স এম আর এস ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘একাধিকবার সতর্ক করলেও তারা প্রশাসনকে তোয়াক্কা না করে ইটভাটাগুলো পরিচালনা করছিল। ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।’ পরিবেশ সুরক্ষায় অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।
পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় দিনাজপুরের নবাবগঞ্জে পাঁচটি ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ইটভাটাগুলো গুঁড়িয়ে দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়।
অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজাসহ আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পুরোনো পদ্ধতিতে (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশ ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স এম এস ব্রিকস, মেসার্স এম ভি এম ব্রিকস, মেসার্স ডব্লিউ আর এস ব্রিকস, মেসার্স রিয়াল ব্রিকস ও মেসার্স এম আর এস ব্রিকসকে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সময় মেসার্স এম ভি এম ব্রিকসকে ২০ হাজার, মেসার্স রিয়াল ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার এবং মেসার্স এম আর এস ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘একাধিকবার সতর্ক করলেও তারা প্রশাসনকে তোয়াক্কা না করে ইটভাটাগুলো পরিচালনা করছিল। ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।’ পরিবেশ সুরক্ষায় অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
২৯ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
৩২ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
৩৫ মিনিট আগে