Ajker Patrika

ছাড়পত্র না থাকায় ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

দিনাজপুর ও নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি
ছাড়পত্র না থাকায় ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর

পরিবেশ ছাড়পত্র ছাড়া ইটভাটা পরিচালনা করায় দিনাজপুরের নবাবগঞ্জে পাঁচটি ইটভাটাকে ৩ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ সোমবার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। এ সময় ইটভাটাগুলো গুঁড়িয়ে দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়। 

অভিযানে নেতৃত্ব দেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সুলতানা সালেহা সুমি। এ সময় পরিবেশ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজাসহ আইন শৃঙ্খলা বাহিনী ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন। 

জেলা পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, পুরোনো পদ্ধতিতে (ফিক্সড চিমনি) ইটভাটা পরিচালনা করা, মাটি সংগ্রহের অনুমোদন না থাকা, পরিবেশ ছাড়পত্র বা নবায়ন না থাকাসহ ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে ৫টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। 

অভিযানে মেসার্স এম এস ব্রিকস, মেসার্স এম ভি এম ব্রিকস, মেসার্স ডব্লিউ আর এস ব্রিকস, মেসার্স রিয়াল ব্রিকস ও মেসার্স এম আর এস ব্রিকসকে গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। একই সময় মেসার্স এম ভি এম ব্রিকসকে ২০ হাজার, মেসার্স রিয়াল ব্রিকসকে ১ লাখ ৫০ হাজার এবং মেসার্স এম আর এস ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। 

দিনাজপুরে ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর। ছবি: আজকের পত্রিকাএ বিষয়ে সহকারী পরিচালক রুনায়েত আমিন রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘একাধিকবার সতর্ক করলেও তারা প্রশাসনকে তোয়াক্কা না করে ইটভাটাগুলো পরিচালনা করছিল। ৫টি ইটভাটা গুঁড়িয়ে দিয়ে কার্যক্রম স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।’ পরিবেশ সুরক্ষায় অভিযান আগামীতেও চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত