Ajker Patrika

পার্বতীপুরে মোটর মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে বাস চলাচল বন্ধ

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২৫ অক্টোবর ২০২২, ১৫: ২৯
পার্বতীপুরে মোটর মালিক সমিতির নেতার ওপর হামলার প্রতিবাদে বাস চলাচল বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরে মোটর মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. ফয়জার রহমান দুর্বৃত্তদের হামলার শিকার হয়েছেন। এই হামলার প্রতিবাদে আজ মঙ্গলবার সকাল থেকে পার্বতীপুরের চারটি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছেন মোটর পরিবহন মালিক সমিতির কর্মীরা। এতে ভোগান্তিতে পড়েছে সাধারণ যাত্রীরা। তাদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে। 

গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে শহরের গুলপাড়া এলাকায় মো. ফয়জার রহমানের ওপর হামলার ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাঁকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। 

খোঁজ নিয়ে জানা গেছে, গতকাল রাত ১১টার দিকে ফয়জার রহমান গুলপাড়া রাস্তার মোড়ে অবস্থান করছিলেন। এ সময় পেছন থেকে মাথায় হেলমেট পরা পাঁচ-সাতজন দুর্বৃত্ত এসে ধারালো অস্ত্র দিয়ে তাঁকে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। আহত অবস্থায় পথচারীরা তাঁকে উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহমান মেডিকেল কলেজে ভর্তি করে। 

আজ সকাল থেকে টার্মিনাল থেকে চারটি রুটে কোনো বাস ছেড়ে যায়নি। তাই বাধ্য হয়ে যাত্রীদের অটোরিকশায় করে গন্তব্যে যেতে হচ্ছে। 

বাস টার্মিনালে কথা হয় মরিয়ম নেছা নামের এক যাত্রীর সঙ্গে। তিনি বলেন, তিনি রংপুরে যাওয়ার জন্য এসে জানতে পারেন বাস চলাচল বন্ধ। বাধ্য হয়ে তাঁকে অটোরিকশায় বেশি টাকা ভাড়া দিয়ে যেতে হচ্ছে। 

জোহরাতুন নেছা নামে আরেক ছাত্রী বলেন, আজ দুপুর ১টার দিকে দিনাজপুর সরকারি কলেজে তাঁর স্নাতক প্রথম বর্ষের পরীক্ষা। কিন্তু বাস না পাওয়ায় বাধ্য হয়ে অটোরিকশায় করে পরীক্ষা দিতে যাচ্ছেন। 

এ নিয়ে জানতে চাইলে পার্বতীপুর মোটর মালিক সমিতির সভাপতি এ জেড এম মিনহাজুল ইসলাম বলেন, মো. ফয়জার রহমানের ওপর হামলার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মালিক ও শ্রমিকেরা বাস চলাচল বন্ধ রেখেছেন। জড়িতরা গ্রেপ্তার না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে। এ নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি। 

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম নুরুল ইসলাম বলেন, ‘মোটর মালিক সমিতির সম্পাদক ফয়জার রহমানের ওপর দুর্বৃত্তদের হামলার কথা শুনেছি। তবে এ নিয়ে এখনো কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত