Ajker Patrika

লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতি–সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

লালমনিরহাট প্রতিনিধি
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২০: ০০
লালমনিরহাটে ছাত্রলীগের সভাপতি–সম্পাদকসহ ৪ জনের বিরুদ্ধে পরোয়ানা

হামলা ও চুরির মামলায় লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি–সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–৩৬ এর বিচারক শান্তা আক্তার এ আদেশ দেন। আদেশে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। 

পরোয়ানা প্রাপ্তরা হলেন–পৌরসভার বারাটারী এলাকার আকতার হোসেনের ছেলে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ, একই এলাকার থানা পাড়ার আনার উদ্দিনের ছেলে জেলা ছাত্রলীগের সম্পাদক আরিফ ইসলাম, আদিতমারী উপজেলার দুর্গাপুরের নজির উদ্দিনের ছেলে হোসেন তুর্য, সদর উপজেলার মোগলহাটের মিজানুর রহমানের ছেলে মনিরুজ্জামান মানিক। 

জানা গেছে, গত বছরের ১৯ আগস্ট রাতে রাজধানীর কমলাপুর রেল স্টেশনে ফেসবুকে একটি দেওয়া স্ট্যাটাস দেওয়াকে কেন্দ্র করে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সহ সভাপতি হুমায়ুন কবির হিরুর ওপর হামলার অভিযোগ ওঠে সংগঠনের জেলা সভাপতি–সম্পাদকসহ চারজনের বিরুদ্ধে। ওই সময় হামলার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে পড়ে। 

পরে ভুক্তভোগী বাদী হয়ে জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সাধারণ সম্পাদক আরিফ ইসলামসহ চারজনের বিরুদ্ধে মামলা (সিআর ১৩৫ / ২৩) দায়ের করেন। এ ঘটনার জেরে জেলা ছাত্রলীগের কমিটি থেকে হুমায়ুন কবির হিরুকে অব্যাহতি দিয়ে চিঠি পাঠায় জেলা ছাত্রলীগ। 

আজ (বৃহস্পতিবার) মামলায় ঢাকা মেট্রোপলিটন আদালত–৩৬ এর বিচারক শান্তা আক্তার অভিযুক্ত চারজনের বিরুদ্ধে পরোয়ানা জারি করে লালমনিরহাট পুলিশ সুপারের মাধ্যমে সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ প্রদান করেন। 

এ বিষয়ে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশ ও সম্পাদক আরিফ ইসলামকে একাধিক বার কল দিলেও রিসিভ না করায় তাদের বক্তব্য জানা যায়নি। 

সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা ছাত্রলীগের সভাপতি সম্পাদকসহ চারজনের নামে ঢাকা মেট্রোপলিটন আদালত থেকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কয়েকটি কাগজ ফেসবুকে দেখেছি। তবে এই আদেশ থানায় পৌঁছতে কয়েক দিন সময় লাগবে। আদালতের চিঠি পাওয়ার পরে ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দনবাস চান পুতিন—ন্যাটো তো নয়ই, পশ্চিমা সেনাও থাকবে না ইউক্রেনে

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত