পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্ত্রীকে তালাক দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করেছেন এক স্বামী। দাম্পত্য জীবনের বনিবনা না হওয়ায় স্ত্রী বিউটি বেগমকে তালাক দিয়েছেন গোলাম মোস্তফা (৪৫)।
রোববার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থানীয় কাজী শাহ্ আলমের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে ডিভোর্স সম্পন্ন হয়। পরে উপস্থিত মানুষের মাঝে ২ মণ জিলাপি বিতরণ করেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা ওই গ্রামের নজির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েক বছর ভালোই চলছিল তাঁদের সংসার। দাম্পত্য জীবনে তাঁদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে তাঁদের মধ্যে মনোমালিন্য হলে শুরু হয় দাম্পত্য কলহ। তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে দুজনের সম্মতিতে তাঁদের বিচ্ছেদ হয়।
এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, ‘স্ত্রী আমার অবাধ্য ছিল। সে সাংসারিক ছোট-খাট বিষয় নিয়ে সব সময় ঝগড়া-বিবাদে লিপ্ত হতো। দীর্ঘ এক যুগ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তালাকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুজনের সম্মতিতে আমাদের তালাক সম্পন্ন হয়েছে। সেই খুশিতে প্রতিবেশীদের মাঝে দুই মণ জিলাপি বিতরণ করেছি।’
ওই এলাকার বাসিন্দা কাজী শাহ আলম জানান, সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় ওই দম্পতি বিবাহ বন্ধন বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তালক সম্পন্ন করা হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় স্ত্রীকে তালাক দিয়ে দুই মণ জিলাপি বিতরণ করেছেন এক স্বামী। দাম্পত্য জীবনের বনিবনা না হওয়ায় স্ত্রী বিউটি বেগমকে তালাক দিয়েছেন গোলাম মোস্তফা (৪৫)।
রোববার দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের ভবানীপুর গ্রামে স্থানীয় কাজী শাহ্ আলমের উপস্থিতিতে উভয় পক্ষের সম্মতিতে ডিভোর্স সম্পন্ন হয়। পরে উপস্থিত মানুষের মাঝে ২ মণ জিলাপি বিতরণ করেন গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা ওই গ্রামের নজির হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়, দীর্ঘ ১২ বছর আগে একই গ্রামের বিউটি বেগমের সঙ্গে গোলাম মোস্তফার বিয়ে হয়। বিয়ের পর থেকে কয়েক বছর ভালোই চলছিল তাঁদের সংসার। দাম্পত্য জীবনে তাঁদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হয়। পরে তাঁদের মধ্যে মনোমালিন্য হলে শুরু হয় দাম্পত্য কলহ। তাঁদের মধ্যে ঝগড়া-বিবাদ লেগেই থাকত। এ কারণে দুজনের সম্মতিতে তাঁদের বিচ্ছেদ হয়।
এ ব্যাপারে গোলাম মোস্তফা বলেন, ‘স্ত্রী আমার অবাধ্য ছিল। সে সাংসারিক ছোট-খাট বিষয় নিয়ে সব সময় ঝগড়া-বিবাদে লিপ্ত হতো। দীর্ঘ এক যুগ তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে তালাকের সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে দুজনের সম্মতিতে আমাদের তালাক সম্পন্ন হয়েছে। সেই খুশিতে প্রতিবেশীদের মাঝে দুই মণ জিলাপি বিতরণ করেছি।’
ওই এলাকার বাসিন্দা কাজী শাহ আলম জানান, সাংসারিক জীবনে বনিবনা না হওয়ায় ওই দম্পতি বিবাহ বন্ধন বিচ্ছেদের সিদ্ধান্ত নেয়। খবর পেয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে তালক সম্পন্ন করা হয়েছে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
২৬ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
৩৪ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
১ ঘণ্টা আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে