Ajker Patrika

ছাত্রীদের যৌন হয়রানি: খানসামার সেই সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১৭: ৪৬
ছাত্রীদের যৌন হয়রানি: খানসামার সেই সহকারী শিক্ষক সাময়িক বরখাস্ত

দিনাজপুরের খানসামা উপজেলার মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলামের বিরুদ্ধে ছাত্রীদের যৌন হয়রানির অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আজ বৃহস্পতিবার জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হোসেন আলী বিষয়টি নিশ্চিত করেছেন। 

অফিস আদেশ সূত্রে জানা যায়, ছাত্রী ও অভিভাবকের অভিযোগের পরিপ্রেক্ষিতে উপজেলা শিক্ষা কর্মকর্তার তদন্ত প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায় যে সিরাজুল ইসলাম সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর বিধি ও অনুচ্ছেদ (খ) আওতাভুক্ত অপরাধ করেছেন। তাই অফিস আদেশ জারি হওয়ার তারিখ থেকে তাঁকে সাময়িক ভাবে বরখাস্ত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি প্রচলিত বিধি মোতাবেক সুবিধাদি প্রাপ্য হবেন।

মধ্য আঙ্গারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সিরাজুল ইসলাম মাহমুদ (৫৩) দীর্ঘদিন ধরে অসৎ চরিতার্থের নিমিত্তে ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছেন। এসব অপকর্মের কথা অভিভাবকদের জানাতে চাইলে বেত্রাঘাত ও পরীক্ষায় ফেল করে দেওয়ার হুমকি দেন ওই সহকারী শিক্ষক। পরে ওই স্কুলের শিক্ষার্থীদের অভিভাবকেরা গত ২৫ জানুয়ারি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা অনুপম ঘোষ বলেন, ‘তদন্তে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সিরাজুল ইসলামের বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন আছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

আইসিএক্স বাদ দিলে ঝুঁকিতে পড়বে দেশের নিরাপত্তা ও সার্বভৌমত্ব, বিশেষজ্ঞদের উদ্বেগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত