Ajker Patrika

কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি
কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে যুবদল নেতা গ্রেপ্তার

লালমনিরহাটের কালীগঞ্জে এক কলেজছাত্রীকে (২৩) অপহরণের অভিযোগে কালীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম আঙ্গুরকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।

এর আগে আজ ভোরে কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় অপহরণের শিকার ওই কলেজছাত্রীকে উদ্ধার করে পুলিশ। 

গতকাল শনিবার জোরপূর্বক অপহরণের অভিযোগে থানায় মামলা দায়ের করেন ভুক্তভোগীর বাবা। জাহাঙ্গীর আলম আঙ্গুর ওই উপজেলার দক্ষিণ ঘনেশ্যাম এলাকার রবিউল ইসলামের ছেলে এবং উপজেলা যুবদলের আহ্বায়ক। 

পুলিশ জানায়, জাহাঙ্গীর আলম আঙ্গুর গত ১৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় রংপুর কারমাইকেল কলেজের মাস্টার্সে পড়ুয়া এক ছাত্রীকে উপজেলার কাঞ্চনশ্বর গ্রামের নিজ বাড়ির সামনের রাস্তা থেকে অপহরণ করেন। এ ঘটনায় ভুক্তভোগী ওই ছাত্রীর বাবা আঙ্গুরের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২/৩ জনকে আসামি করে থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে রোববার ভোরে পার্শ্ববর্তী কুড়িগ্রাম জেলার রাজারহাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার ও মেয়েটিকে উদ্ধার করা হয়। 

কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব মেহেরবান মিঠু জানান, বিষয়টি জাহাঙ্গীর আলম আঙ্গুরের ব্যক্তিগত অপকর্ম। বিষয়টি জেলা নেতৃবৃন্দকে জানানো হয়েছে। 
 
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাঁকে জেল হাজতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত