সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
মজুরি কম দেওয়ার প্রতিবাদ করায় নীলফামারীর সৈয়দপুর সরকারি খাদ্যগুদামে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকেরা। খবর পেয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আজ বৃহস্পতিবার সৈয়দপুর সরকারি খাদ্যগুদামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। যেহেতু ছাঁটাইয়ের বিষয়টি শ্রমিকদের লিখিতভাবে এখনো জানানো হয়নি, তাই তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।’ বিষয়টি নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, মজুরি কম দেওয়া ও ঠিকাদারের অনিয়মের প্রতিবাদ করাতে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুজ্জামানের যোগসাজশে তাদের ছাঁটাই করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করায় এভাবে ছাঁটাই করায় ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
জানা গেছে, মো. খোকন আলী, মোখছেদুল, নুর আলম, মো. সিরাজুল, জয়নুল ও মো. বাবুল নামে সৈয়দপুর সরকারি খাদ্যগুদামের ছয়জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করছেন। কিন্তু বৃহস্পতিবার সকালে কাজের জন্য গেলে তাদের ছাঁটাই করার কথা জানিয়ে বাধা দেওয়া হয়।
এর প্রতিবাদে শ্রমিকেরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ। তিনি আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
খাদ্যগুদামের শ্রমিক মো. খোকন আলী বলেন, ‘সরকার ২০২৩ সালে ট্রাক থেকে মাল ওঠানোর জন্য প্রতি টনে ১৩০ এবং নামানো বাবদ টনপ্রতি ১২০ টাকা নির্ধারণ করে। একই বছরের ২৫ মে সর্বশেষ সৈয়দপুর খাদ্যগুদামে মালামাল হ্যান্ডেলিং ও পরিবহন কাজে ঠিকাদার নিয়োগ দেয়।
দরপত্রের মাধ্যমে কাজটি পায় মেসার্স খালেক এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ঠিকাদার শ্রমিকদের সেই নির্ধারিত মজুরি না দিয়ে আমাদের ৪৭ টাকা করে মজুরি দিয়ে আসছে।
এ ছাড়া মজুরি ব্যাংক হিসাবে পরিশোধের কথা বলা হলেও ঠিকাদার তা করছে না। ঠিকাদারের এসব অনিয়মের বিষয় জানিয়ে আমরা ছয়জন বিভিন্ন দপ্তরে আবেদন করেছি।’ এই কারণেই তাদের ছাঁটাই করা হয়েছে বলে দাবি করেন তিনি।
নূর আলম নামে আরেক শ্রমিক বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে আমরা কাজ করছি। আজ হঠাৎ করে বলছে, আমদের ছাঁটাই করা হয়েছে। আমরা এখন কোথায় যাব। কীভাবে সংসার চালাব।’
জানতে চাইলে অভিযুক্ত ঠিকাদার খালেকুজ্জামান মজুরি কম দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ওই ছয়জন শ্রমিক পরপর তিন দিন কাজে অনুপস্থিত ছিলেন। এতে করে গুদামে মালামাল ওঠানো ও নামানো কাজে সমস্যার সৃষ্টি হয়। আর সরকারি কাজে এভাবে সমস্যা সৃষ্টি করায় তাদের সাময়িকভাবে ছাঁটাই করা হয়েছে।’
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কোনো শ্রমিক নিয়োগ দিই না। আমরা কাজের জন্য ঠিকাদার নিয়োগ দিই। ঠিকাদার শ্রমিক নিয়োগ করে আমাদের কাজ বুঝে দেন। তাই বিষয়টি ঠিকাদার ও শ্রমিকদের। এতে আমার করণীয় কিছু নেই।’
মজুরি কম দেওয়ার প্রতিবাদ করায় নীলফামারীর সৈয়দপুর সরকারি খাদ্যগুদামে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। প্রতিবাদে কাজ বন্ধ রেখে বিক্ষোভ করেন শ্রমিকেরা। খবর পেয়ে উপজেলা খাদ্য কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।
আজ বৃহস্পতিবার সৈয়দপুর সরকারি খাদ্যগুদামে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ আজকের পত্রিকাকে বলেন, ‘শ্রমিকদের বিক্ষোভের খবর পেয়ে আমি ঘটনাস্থলে আসি। যেহেতু ছাঁটাইয়ের বিষয়টি শ্রমিকদের লিখিতভাবে এখনো জানানো হয়নি, তাই তাদের কাজ চালিয়ে যাওয়ার জন্য বলা হয়েছে।’ বিষয়টি নিয়ে ঠিকাদারের সঙ্গে কথা বলবেন বলে জানান তিনি।
ভুক্তভোগী শ্রমিকদের অভিযোগ, মজুরি কম দেওয়া ও ঠিকাদারের অনিয়মের প্রতিবাদ করাতে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুজ্জামানের যোগসাজশে তাদের ছাঁটাই করা হয়েছে। অন্যায়ের প্রতিবাদ করায় এভাবে ছাঁটাই করায় ওই ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।
জানা গেছে, মো. খোকন আলী, মোখছেদুল, নুর আলম, মো. সিরাজুল, জয়নুল ও মো. বাবুল নামে সৈয়দপুর সরকারি খাদ্যগুদামের ছয়জন শ্রমিক দীর্ঘদিন ধরে কাজ করছেন। কিন্তু বৃহস্পতিবার সকালে কাজের জন্য গেলে তাদের ছাঁটাই করার কথা জানিয়ে বাধা দেওয়া হয়।
এর প্রতিবাদে শ্রমিকেরা একত্রিত হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। খবর পেয়ে সেখানে ছুটে আসেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক জিয়াউল হক শাহ। তিনি আসার পর পরিস্থিতি স্বাভাবিক হয়।
খাদ্যগুদামের শ্রমিক মো. খোকন আলী বলেন, ‘সরকার ২০২৩ সালে ট্রাক থেকে মাল ওঠানোর জন্য প্রতি টনে ১৩০ এবং নামানো বাবদ টনপ্রতি ১২০ টাকা নির্ধারণ করে। একই বছরের ২৫ মে সর্বশেষ সৈয়দপুর খাদ্যগুদামে মালামাল হ্যান্ডেলিং ও পরিবহন কাজে ঠিকাদার নিয়োগ দেয়।
দরপত্রের মাধ্যমে কাজটি পায় মেসার্স খালেক এন্টারপ্রাইজ নামে এক ঠিকাদারি প্রতিষ্ঠান। কিন্তু ঠিকাদার শ্রমিকদের সেই নির্ধারিত মজুরি না দিয়ে আমাদের ৪৭ টাকা করে মজুরি দিয়ে আসছে।
এ ছাড়া মজুরি ব্যাংক হিসাবে পরিশোধের কথা বলা হলেও ঠিকাদার তা করছে না। ঠিকাদারের এসব অনিয়মের বিষয় জানিয়ে আমরা ছয়জন বিভিন্ন দপ্তরে আবেদন করেছি।’ এই কারণেই তাদের ছাঁটাই করা হয়েছে বলে দাবি করেন তিনি।
নূর আলম নামে আরেক শ্রমিক বলেন, ‘দীর্ঘদিন ধরে এখানে আমরা কাজ করছি। আজ হঠাৎ করে বলছে, আমদের ছাঁটাই করা হয়েছে। আমরা এখন কোথায় যাব। কীভাবে সংসার চালাব।’
জানতে চাইলে অভিযুক্ত ঠিকাদার খালেকুজ্জামান মজুরি কম দেওয়ার বিষয়টি অস্বীকার করে বলেন, ‘ওই ছয়জন শ্রমিক পরপর তিন দিন কাজে অনুপস্থিত ছিলেন। এতে করে গুদামে মালামাল ওঠানো ও নামানো কাজে সমস্যার সৃষ্টি হয়। আর সরকারি কাজে এভাবে সমস্যা সৃষ্টি করায় তাদের সাময়িকভাবে ছাঁটাই করা হয়েছে।’
খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহামুদুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা কোনো শ্রমিক নিয়োগ দিই না। আমরা কাজের জন্য ঠিকাদার নিয়োগ দিই। ঠিকাদার শ্রমিক নিয়োগ করে আমাদের কাজ বুঝে দেন। তাই বিষয়টি ঠিকাদার ও শ্রমিকদের। এতে আমার করণীয় কিছু নেই।’
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৫ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৮ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৯ ঘণ্টা আগে