রংপুর প্রতিনিধি
চাকরির জন্য নির্ধারিত বয়সের আর মাত্র দু’বছর বাকি আছে রেজওয়ান কবির রণির। এরই মধ্যে ৫০ টিরও বেশি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি। কয়েকটাতে লিখিত পরীক্ষায় টিকলেও ভাইভাতে গিয়ে বাদ পড়েছেন। তা ছাড়া প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের শিকার হয়েছেন। একদিকে বৃদ্ধ বাবা-মাসহ সংসারের বোঝা, অন্যদিকে নিয়োগ পরীক্ষার নানা অনিয়ম। এমন অবস্থায় দিশেহারা রণি প্রতিবাদের জন্য মুখে কালি মেখে রাস্তায় নেমেছেন।
আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত মুখে কালি মেখে হাতে দাবি সংবলিত ফেস্টুন নিয়ে রংপুর নগরী প্রদক্ষিণ করেছেন রণি। এমন ব্যতিক্রমী প্রতিবাদ করতে দেখে পথচারী লোকজন অনেকেই থমকে দাঁড়িয়েছেন। তাঁকে উৎসাহ দিয়েছেন।
জানা গেছে, রেজওয়ান কবির রণি রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার আব্দুল লতিফ মণ্ডলের ছেলে। থাকেন নগরীর লালবাগ খামার মোড়ের একটি মেসে। কারমাইকেল কলেজ থেকে ২০১৭ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর থেকে চলছে চাকরি পাওয়ার সংগ্রাম।
রণি বলেন, আমরা চার ভাইবোন। তিন বোনের বিয়ে হয়েছে। আমার বাবা এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছিলেন। ২০১২ সালে অবসর নিয়েছেন। এখন বৃদ্ধ বাবা-মা এবং সংসারের দায়িত্ব আমার ওপর। অথচ ৫ বছর ধরে চাকরি চেষ্টা করেও সুবিধা করতে পারিনি। চাকরির জন্য নির্ধারিত বয়সও শেষ পর্যায়ে। সম্প্রতি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম তো আছেই। তাই ক্ষোভ থেকে মুখে কালি মেখে রাস্তায় নেমেছি। মুখে কালির মাখার মাধ্যমে নিয়োগ পরীক্ষার অনিয়মের অন্ধকার ব্যবস্থাকে বুঝিয়েছি।
রণি আরও বলেন, এ দেশে বেকার হওয়াটা মনে হয় অপরাধ। কিছুদিন আগে সমাজ সেবা অধিদপ্তরের একটি পরীক্ষার জন্য ঢাকায় যাওয়ার পর তা বাতিলের ঘোষণা দেওয়া হয়। এতে পরীক্ষার্থীদের অর্থ নষ্ট হওয়ার বিষয়টি কর্তৃপক্ষ মাথায় নেয়নি। এ ছাড়া একই দিনে ১৫-২০টি পরীক্ষার তারিখ পড়ে। আবেদন করা সত্ত্বেও একাধিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকে না। এসব দেখার যেন কেউ নেই। সবাই বেকারদের সঙ্গে উপহাস করছেন।
রণি ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটা ব্যবস্থা বাতিল করা হলেও এখনো অনেক চাকরিতে নামে-বেনামে কোটা থাকে। এমন কোটা ব্যবস্থার শিকার হয়ে ভাইভাতে টেকার পরও আমার একাধিক চাকরি হাতছাড়া হয়ে গেছে।
চাকরির জন্য নির্ধারিত বয়সের আর মাত্র দু’বছর বাকি আছে রেজওয়ান কবির রণির। এরই মধ্যে ৫০ টিরও বেশি পরীক্ষায় অংশগ্রহণ করেছেন তিনি। কয়েকটাতে লিখিত পরীক্ষায় টিকলেও ভাইভাতে গিয়ে বাদ পড়েছেন। তা ছাড়া প্রশ্নফাঁস ও নিয়োগ বাণিজ্যের শিকার হয়েছেন। একদিকে বৃদ্ধ বাবা-মাসহ সংসারের বোঝা, অন্যদিকে নিয়োগ পরীক্ষার নানা অনিয়ম। এমন অবস্থায় দিশেহারা রণি প্রতিবাদের জন্য মুখে কালি মেখে রাস্তায় নেমেছেন।
আজ মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত মুখে কালি মেখে হাতে দাবি সংবলিত ফেস্টুন নিয়ে রংপুর নগরী প্রদক্ষিণ করেছেন রণি। এমন ব্যতিক্রমী প্রতিবাদ করতে দেখে পথচারী লোকজন অনেকেই থমকে দাঁড়িয়েছেন। তাঁকে উৎসাহ দিয়েছেন।
জানা গেছে, রেজওয়ান কবির রণি রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ এলাকার আব্দুল লতিফ মণ্ডলের ছেলে। থাকেন নগরীর লালবাগ খামার মোড়ের একটি মেসে। কারমাইকেল কলেজ থেকে ২০১৭ সালে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। এরপর থেকে চলছে চাকরি পাওয়ার সংগ্রাম।
রণি বলেন, আমরা চার ভাইবোন। তিন বোনের বিয়ে হয়েছে। আমার বাবা এবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ছিলেন। ২০১২ সালে অবসর নিয়েছেন। এখন বৃদ্ধ বাবা-মা এবং সংসারের দায়িত্ব আমার ওপর। অথচ ৫ বছর ধরে চাকরি চেষ্টা করেও সুবিধা করতে পারিনি। চাকরির জন্য নির্ধারিত বয়সও শেষ পর্যায়ে। সম্প্রতি পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনা যেন নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এ ছাড়া নিয়োগ বাণিজ্যসহ নানা অনিয়ম তো আছেই। তাই ক্ষোভ থেকে মুখে কালি মেখে রাস্তায় নেমেছি। মুখে কালির মাখার মাধ্যমে নিয়োগ পরীক্ষার অনিয়মের অন্ধকার ব্যবস্থাকে বুঝিয়েছি।
রণি আরও বলেন, এ দেশে বেকার হওয়াটা মনে হয় অপরাধ। কিছুদিন আগে সমাজ সেবা অধিদপ্তরের একটি পরীক্ষার জন্য ঢাকায় যাওয়ার পর তা বাতিলের ঘোষণা দেওয়া হয়। এতে পরীক্ষার্থীদের অর্থ নষ্ট হওয়ার বিষয়টি কর্তৃপক্ষ মাথায় নেয়নি। এ ছাড়া একই দিনে ১৫-২০টি পরীক্ষার তারিখ পড়ে। আবেদন করা সত্ত্বেও একাধিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকে না। এসব দেখার যেন কেউ নেই। সবাই বেকারদের সঙ্গে উপহাস করছেন।
রণি ক্ষোভ প্রকাশ করে বলেন, কোটা ব্যবস্থা বাতিল করা হলেও এখনো অনেক চাকরিতে নামে-বেনামে কোটা থাকে। এমন কোটা ব্যবস্থার শিকার হয়ে ভাইভাতে টেকার পরও আমার একাধিক চাকরি হাতছাড়া হয়ে গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, রাধানগর গ্রামের রাখাল চন্দ্র রায় নামে এক ব্যক্তি ১৯৭৩ সালে ৩৩ শতাংশ জমি বিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দান করেন। পরবর্তীতে ১৯৮৮ সালে তার নাতি অরূপ রায় ওই জমিতে বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। অবশিষ্ট ৫৫ শতাংশ জমি সরকারি নথিতে খেলার মাঠ হিসেবে উল্লেখ করা আছে। ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়কর
২ মিনিট আগেজানা যায়, জনদুর্ভোগ কমাতে গত ১৬ এপ্রিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সেতুর দুই পাশে দুটি সাইনবোর্ড লাগানো হয়। এতে সেতুর ওপর সব ধরনের দোকানপাট ও যানবাহন রাখা নিষেধ বলে সতর্ক করা হয়। ২০১১ সালে নির্মিত এই নতুন সেতুতে যানজট এড়াতে একসময় ট্রাফিক পুলিশ রাখা হলেও কয়েক মাস পর তাদের তুলে নেওয়া হয়।
১৮ মিনিট আগে২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আগে পর্যন্ত রফিকুল আলমকে বিএনপির কোনো কর্মসূচিতে দেখা যায়নি। সেই সময় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য আবু রেজা মোহাম্মদ নদভীর সঙ্গে তার ঘনিষ্ঠতা ও ব্যবসা ছিল। অভিযোগ আছে, গত ১৬ বছর আওয়ামী লীগের শাসনামলে তিনি ওইসব নেতাদের সঙ্গে মিলে নির্বিঘ্নে ব্যবসা চালিয়ে
১ ঘণ্টা আগেচট্টগ্রামের সীতাকুণ্ডে একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে পুরানো জাহাজের সরঞ্জাম বিক্রির দুটি দোকান ও একটি অক্সিজেন সিলিন্ডারের দোকানসহ মোট তিনটি দোকান পুড়ে গেছে। এ ছাড়া, মার্কেটের আরও কয়েকটি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। গতকাল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাদামবিবিরহাট চেয়ারম্যান
১ ঘণ্টা আগে