Ajker Patrika

সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী শ্রমিক নিহত

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি 
সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী শ্রমিক নিহত। ছবি: সংগৃহীত
সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় সাইকেল আরোহী শ্রমিক নিহত। ছবি: সংগৃহীত

নীলফামারীর সৈয়দপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় শামসুল হক (৬৫) নামের এক প্লাইউড কারখানার শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ এলাকায় রংপুর-দিনাজপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। তিনি সৈয়দপুর শহরের ইসলামবাগ রেলওয়ে বিদ্যুৎ বিতরণ কেন্দ্রের সামনের এলাকার মৃত শফিউদ্দীনের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফইম উদ্দীন আজকের পত্রিকাকে এই তথ্য জানিয়েছেন। তিনি বলেন, শামসুল হক রংপুর-দিনাজপুর মহাসড়ক সংলগ্ন ওই এলাকার এক প্লাইউড কারখানায় শ্রমিক হিসেবে কাজ করতেন। কাজ শেষ রাতে বাইসাইকেলে করে বাড়ি ফিরছিলেন।

এ সময় একটি পিকআপ ভ্যান পেছন থেকে তাঁকে ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়ে যান এবং তাঁর সাইকেলটি দুমরে-মুচড়ে যায়। তাতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি আরও বলেন, খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে তার লাশ বাড়িতে নিয়ে যায়। পরে পুলিশ গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত