Ajker Patrika

তারাগঞ্জে মুঠোফোনে গেমস খেলতে মানা করায় শিশুর আত্মহত্যা

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)
তারাগঞ্জে মুঠোফোনে গেমস খেলতে মানা করায় শিশুর আত্মহত্যা

রংপুরের তারাগঞ্জে বাবার সঙ্গে অভিমান করে সৌরভ (১০) নামের এক শিশু শয়ন ঘরের বাঁশের সঙ্গে গলায় কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেছে। আজ বৃহস্পতিবার রংপুরের তারাগঞ্জ উপজেলার ইকরচালী ইউনিয়নের বায়ানেরটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সৌরভ (১০) স্থানীয় স্কুলশিক্ষক বিমল রায়ের ছেলে।

এলাকার লোকজন ও সৌরভের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, ‘শিক্ষক বিমল রায়ের এক ছেলে এক মেয়ে। ছেলে সৌরভ রায় (১০) বড় ও মেয়ে তমা রানি (৮) ছোট। বিমল রায় নিজের প্রয়োজনে একটি অ্যান্ড্রয়েড ফোন কিনেছিলেন। সৌরভ মাঝে মধ্যে বাবার ফোন নিয়ে গেমস খেলতো। গত মঙ্গলবার সৌরভ ও তাঁর ছোট বোন তমা রানির মধ্যে বাবার মুঠোফোন নিয়ে কাড়াকাড়ির একপর্যায়ে পাকার মেঝেতে পরে গ্লাস ভেঙে যায়। বাবা বিমল রায় রাগ দেখিয়ে সৌরভের হাত থেকে মুঠোফোনটি কেড়ে নেন।

এতে অভিমান করে আজ সকাল সাড়ে ১০টার দিকে সৌরভ শয়ন ঘরের আড়ার সঙ্গে কাপড় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর মা অনিতা রানি ছেলেকে ঘরের তীরের সঙ্গে ঝুলতে দেখতে পান। পরে খবর পেয়ে তারাগঞ্জ থানা-পুলিশ লাশ সৌরভের মরদেহ উদ্ধার করে।

তারাগঞ্জ থানার ওসি ফারুক আহম্মেদ বলেন, ‘ওই ঘটনায় থানায় অপ মৃত্যুর মামলা হয়েছে। গ্রামবাসীর কাছে ঘটনাটি শুনে মরদেহের সৎকারে অনুমতি দেওয়া হয়েছে। আমাদের এখনই সচেতন হওয়া উচিত যাতে শিশুরা মুঠোফোনে গেমস না খেলে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত