Ajker Patrika

বাড়িতে ৩০ গ্রাম হেরোইন রাখায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড

রংপুর প্রতিনিধি
বাড়িতে ৩০ গ্রাম হেরোইন রাখায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড

নিজের বাড়িতে ৩০ গ্রাম হেরোইন রাখার দায়ে হরিশ চন্দ্র রায় নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন রংপুরের আদালত। আজ রোববার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-২ এর বিচারক কৃষ্ণকান্ত রায় এই রায় ঘোষণা করেন। 

যাবজ্জীবন কারাদণ্ডাদেশের বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি (পিপি) নয়নুর রহমান টফি। তিনি বলেন, ‘আদালতের রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে। এর সঙ্গে রায়ের মাধ্যমে বার্তা দেওয়া হলো-মাদক ব্যবসা করে ধরা পড়লে শাস্তি ভোগ করতে হবে।’ 

মামলা থেকে জানা গেছে, হরিশের বাড়ি রংপুর নগরীর আলমনগর খামারপাড়া এলাকায়। ২০১৯ সালের ৯ ডিসেম্বর তাঁর বাড়িতে অভিযান চালায় রংপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল। এ সময় সেখান থেকে ৩০ গ্রাম হেরোইনসহ হরিশকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক (এসআই) আফজাল হোসেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। 

মামলার তদন্ত শেষে আসামির বিরুদ্ধে চার্জশিট আদালতে দাখিল করে পুলিশ। ওই মামলায় ৬ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ দুপুরে আসামি হরিশকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ডের আদেশ দেন আদালত। 

অতিরিক্ত পিপি নয়নুর রহমান টফি জানান, রায় ঘোষণার সময় আসামি হরিশ চন্দ্র আদালতে উপস্থিত ছিলেন। পরে তাঁকে পুলিশি পাহারায় আদালতের হাজতখানায় নেওয়া হয়। সেখান থেকে হরিশকে রংপুর কারাগারে পাঠানো হয়। 

এদিকে আসামিপক্ষের আইনজীবী শামীম আল-মামুন বলেন, ‘আমার মক্কেল ন্যায় বিচার পায়নি। আমরা রায়ের কাগজপত্র বিশ্লেষণ করে উচ্চ আদালতে আপিল করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত