ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার চাপসার সীমান্তের ৩৪৭/৬ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হরিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির দাবি, আটক ১০ বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি এড়িয়ে দেশে ফিরছিলেন তাঁরা।
৪২ বিজিবির চাপসার বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং আট মাস ধরে ভারতের রাজস্থানে নির্মাণশ্রমিকের কাজ করতেন। যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তাঁরা দেশে ফিরে আসেন।
আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২৬), সোহেল (২৯), মুসলিম (২৬), স্বপন চন্দ্র সরকার (২০), আফজাল হোসেন (২৪), সত্যেন (২২), নয়ন চন্দ্র (২৪), তমিজ উদ্দিন (৫০), পরিবেশ চন্দ্র (২০) ও সালমান (৪০)।
এ বিষয়ে হরিপুর থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, ‘আমরা সকালে মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি, কিছু লোক দৌড়ে আসছে। পরে বিজিবি এসে ওদের ধরে ফেলে। ওদের চোখে-মুখে ভীষণ আতঙ্ক ছিল, কেউ কেউ কাঁপছিল।’
মোস্তাকিম হোসেন নামের আরেক ব্যক্তি বলেন, ‘যা বুঝলাম, ওরা না খেয়ে কষ্ট করে ফিরছে। হয়তো নিজের দেশের মাটিতে এসে একটু স্বস্তি পেয়েছে।’
স্থানীয় মানবাধিকার সংগঠন সীমান্ত অধিকার ফোরামের সদস্য নূরজাহান বেগম বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে যদি কেউ প্রাণরক্ষার জন্য নিজ দেশে ফিরে আসে, তাহলে তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। তবে সীমান্ত নিরাপত্তাও গুরুত্বপূর্ণ—সেই ভারসাম্য বজায় রাখতে হবে।’
ঠাকুরগাঁওয়ের হরিপুর চাপসার সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় ১০ যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ বৃহস্পতিবার উপজেলার চাপসার সীমান্তের ৩৪৭/৬ এস পিলার এলাকা থেকে তাঁদের আটক করা হয়। পরে তাঁদের হরিপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবির দাবি, আটক ১০ বাংলাদেশি যুবক দীর্ঘদিন ধরে ভারতে অবৈধভাবে অবস্থান করছিলেন। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে প্রাণের ঝুঁকি এড়িয়ে দেশে ফিরছিলেন তাঁরা।
৪২ বিজিবির চাপসার বিওপির নায়েক সুবেদার হাবিবুর রহমান আজকের পত্রিকাকে বলেন, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা সীমান্তে অভিযান চালিয়ে তাঁদের আটক করেন।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তাঁরা সবাই দিনাজপুর জেলার বাসিন্দা এবং আট মাস ধরে ভারতের রাজস্থানে নির্মাণশ্রমিকের কাজ করতেন। যুদ্ধ পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে তাঁরা দেশে ফিরে আসেন।
আটক ব্যক্তিরা হলেন জসিম উদ্দিন (২৬), সোহেল (২৯), মুসলিম (২৬), স্বপন চন্দ্র সরকার (২০), আফজাল হোসেন (২৪), সত্যেন (২২), নয়ন চন্দ্র (২৪), তমিজ উদ্দিন (৫০), পরিবেশ চন্দ্র (২০) ও সালমান (৪০)।
এ বিষয়ে হরিপুর থানার তদন্ত কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয় বাসিন্দা আজাহারুল ইসলাম বলেন, ‘আমরা সকালে মাঠে কাজ করছিলাম। হঠাৎ দেখি, কিছু লোক দৌড়ে আসছে। পরে বিজিবি এসে ওদের ধরে ফেলে। ওদের চোখে-মুখে ভীষণ আতঙ্ক ছিল, কেউ কেউ কাঁপছিল।’
মোস্তাকিম হোসেন নামের আরেক ব্যক্তি বলেন, ‘যা বুঝলাম, ওরা না খেয়ে কষ্ট করে ফিরছে। হয়তো নিজের দেশের মাটিতে এসে একটু স্বস্তি পেয়েছে।’
স্থানীয় মানবাধিকার সংগঠন সীমান্ত অধিকার ফোরামের সদস্য নূরজাহান বেগম বলেন, ‘যুদ্ধ পরিস্থিতিতে যদি কেউ প্রাণরক্ষার জন্য নিজ দেশে ফিরে আসে, তাহলে তাদের সঙ্গে মানবিক আচরণ করা উচিত। তবে সীমান্ত নিরাপত্তাও গুরুত্বপূর্ণ—সেই ভারসাম্য বজায় রাখতে হবে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩৮ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
১ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে