Ajker Patrika

ভবেশকে মানসিক চাপ দিয়ে ‘পরিকল্পিতভাবে হত্যা’, পরিবারের মামলা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি 
আপডেট : ২৩ এপ্রিল ২০২৫, ১২: ৫৩
ভবেশ চন্দ্র রায়ের ছবি হাতে তাঁর স্ত্রী শান্তনা। ছবি: আজকের পত্রিকা
ভবেশ চন্দ্র রায়ের ছবি হাতে তাঁর স্ত্রী শান্তনা। ছবি: আজকের পত্রিকা

দিনাজপুরের বিরলে উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সহসভাপতি ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় চারজনের নামে হত্যা মামলা হয়েছে। এতে ভবেশকে মানসিক চাপ দিয়ে ‘পরিকল্পিত হত্যা’ করার অভিযোগ আনা হয়েছে।

আজ সোমবার বিকেলে ভবেশের ছেলে স্বপন চন্দ্র রায় বাদী হয়ে বিরল থানায় মামলাটি করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুস ছবুর।

আসামিরা হলেন— শহরগ্রাম ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আতিকুর ইসলাম, শহরগ্রাম গ্রামের রতন ইসলাম, নওসিংপাড়া গ্রামের মুন্না ইসলাম ও পাঁচশালা গ্রামের মো. রুবেল ইসলাম। এ ছাড়া মামলায় তিন থেকে চারজনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

ভবেশের-মৃত্যু-২

মামলায় স্বপন উল্লেখ করেন, চার আসামির সঙ্গে তাঁর বাবার সম্পর্ক খুবই ভালো ছিল। তিনি আর্থিক দৈন্যের কারণে প্রধান আসামি প্রতিবেশী আতিকের কাছ থেকে ২৫ হাজার টাকা সুদের ওপর ধার নিয়েছিলেন। সেই টাকা আদায় করতে ভবেশকে বাড়ি থেকে ডেকে নিয়ে মানসিক চাপ দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

বিরল থানার ওসি ছবুর বলেন, ভবেশ চন্দ্র রায়ের মৃত্যুর ঘটনায় হত্যা মামলা হয়েছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ চলমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

নতুন মেট্রো নয়, রুট বাড়ানোর চিন্তা

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত