বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক বিরল উপজেলার বনগাঁও গ্রামের ইসরাঈল আলীর ছেলে। এর ছয় মাস আগে একইভাবে বিরল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় আটক হয়েছিলেন তিনি।
২০ বিজিবি হিলি আইসিপি ক্যাম্প সূত্র জানায়, আটক মিজানুর রহমানের স্বীকারোক্তি মোতাবেক চলতি বছরের ২১ মার্চ (৬ মাস আগে) দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের গঙ্গারামপুর থানার খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান।
তার খালার নাম মোছা আনোয়ারা। চিকিৎসা শেষে আজ সকাল ১০টার দিকে হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করলে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
এ সময় তার কাছ থেকে টাকা ছাড়া মানিব্যাগ, মোবাইল চার্জার, রিয়ালমি-সি ৬৭ মোবাইল, দুটি বাংলা সিম পাওয়া যায়। আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে বিজিবি আটক করে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা রুজু করা হবে।
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামে এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক যুবক বিরল উপজেলার বনগাঁও গ্রামের ইসরাঈল আলীর ছেলে। এর ছয় মাস আগে একইভাবে বিরল সীমান্ত দিয়ে ভারতে অবৈধভাবে প্রবেশের সময় আটক হয়েছিলেন তিনি।
২০ বিজিবি হিলি আইসিপি ক্যাম্প সূত্র জানায়, আটক মিজানুর রহমানের স্বীকারোক্তি মোতাবেক চলতি বছরের ২১ মার্চ (৬ মাস আগে) দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতের গঙ্গারামপুর থানার খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান।
তার খালার নাম মোছা আনোয়ারা। চিকিৎসা শেষে আজ সকাল ১০টার দিকে হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করলে সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে।
এ সময় তার কাছ থেকে টাকা ছাড়া মানিব্যাগ, মোবাইল চার্জার, রিয়ালমি-সি ৬৭ মোবাইল, দুটি বাংলা সিম পাওয়া যায়। আটক ব্যক্তিকে অবৈধ অনুপ্রবেশের দায়ে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়েছে।
এ বিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিয়া আজকের পত্রিকাকে বলেন, হাকিমপুর উপজেলার হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে দেশে প্রবেশের সময় মিজানুর রহমান (২৯) নামের এক বাংলাদেশি যুবককে বিজিবি আটক করে। তার বিরুদ্ধে হাকিমপুর থানায় মামলা রুজু করা হবে।
রাজশাহীতে বিপৎসীমা ছুঁই ছুঁই করছে পদ্মার পানি। ফুলে-ফেঁপে ওঠা পদ্মার পানি বিভাগীয় এই শহরের বিপৎসীমা থেকে মাত্র ৭৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এই অবস্থায় শহরের টি-বাঁধে সাধারণ মানুষের চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। সরিয়ে নিতে বলা হয়েছে দোকানপাট।
১৪ মিনিট আগেঅন্তর্বর্তী সরকারকে উৎখাতের ষড়যন্ত্রের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খুলনায় রাষ্ট্রদ্রোহের মামলা করেছে ডিবি পুলিশ। সোমবার (১১ আগস্ট) দুপুরে খুলনার সোনাডাঙ্গা থানায় মামলাটি করেন মহানগর গোয়েন্দা পুলিশের এসআই বিধান চন্দ্র রায়।
২২ মিনিট আগের্যাব মহাপরিচালক (ডিজি) এ কে এম শহিদুর রহমান বলেছেন, ‘আমরা এই মুহূর্তে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে কাজ করছি। র্যাব বিলুপ্ত হবে কি না এ নিয়ে চিন্তাভাবনা করছি না। এটি সরকার দেখবে।’
৪৩ মিনিট আগেসিলেটের এমসি কলেজ ছাত্রদলের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন খান মোহাম্মদ সামি এবং সাধারণ সম্পাদক হয়েছেন জুনেদুর রহমান জুনেদ। সোমবার কলেজ অডিটরিয়ামে দীর্ঘ ২১ বছর পর কাউন্সিলের মাধ্যমে ভোটারদের সরাসরি ভোটে তাঁরা নির্বাচিত হন। পরে সন্ধ্যায় ফলাফল ঘোষণা করা হয়।
১ ঘণ্টা আগে