Ajker Patrika

বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ 

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস কর্মীদের বিক্ষোভ 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে এম এন্ড এম ট্রাভেলিং গুডস লিমিটেডের শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১১টায় গার্মেন্টস সংলগ্ন সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তাঁরা।

এরপর উল্লাপাড়া পৌরশহরের প্রধান সড়ক, থানা চত্বর পরে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহ কর্মকর্তার (ইউএনও) কাছে বিষয়টি জানান। পরে ইউএনও মো. উজ্জ্বল হোসেন কারখানার মালিকপক্ষের সঙ্গে কথা বলে দ্রুত বকেয়া বেতন পরিশোধের প্রতিশ্রুতি দিলে শ্রমিকেরা বিক্ষোভ মিছিল বন্ধ করে দেন।

আন্দোলনরত কারখানার অপারেটর ফরিদা পারভীন বলেন, ‘প্রায় ৪০০ শ্রমিকের দুই মাসের (অক্টোবর ও নভেম্বর) বেতন বকেয়া পড়েছে। আমরা এই কারখানায় দীর্ঘদিন ধরে কাজ করে আসছি। প্রতি মাসেই আমাদের আন্দোলন করে বেতন নিতে হয়। এমন কোনো মাস নেই যে আমাদের আন্দোলন করতে হয় না। আমরা যখন আন্দোলন করি তখন কারখানার মালিক পক্ষ আমাদের শুধু আশ্বাস দেয় তবুও বেতন পাই না। যতক্ষণ না পর্যন্ত মেশিনের চাকা বন্ধ না হয় ততক্ষণে আমাদের সমাধান আসে না। এভাবেই আমরা বছরের পর বছর কাজ করে আসছি। এখন আমরা দুই মাস যাবৎ হলো বেতন পাই না। আমাদের পরিবার, ছেলে মেয়ের লেখাপাড়া কেমনে চলে! আমাদের এই কারখানায় ৫ থেকে ৮ হাজার টাকা বেতন। এমনকি দুই বছর হলো আমাদের বেতন বৃদ্ধি হয়নি।’

কারখানার অপর এক শ্রমিক সাথী খাতুন বলেন, ‘আমরা বেতন না পাওয়ায় বর্তমানে মানবেতর জীবন যাপন করছি। দুই মাসের বেতনের টাকা চাইতে গেলে গালিগালাজ এমনকি চাকরিচ্যুত করা হয়। আমরা আমাদের বকেয়া বেতন চাই।’

এ বিষয়ে উল্লাপাড়ার ইউএনও মো. উজ্জ্বল হোসেন বলেন, ‘আন্দোলনরত শ্রমিকেরা আমার নিকট এসেছিল। কারখানার মালিক পক্ষের সঙ্গে কথা বলে খুব দ্রুত তাঁদের বেতন পরিশোধ করার ব্যবস্থা গ্রহণ করা হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত