খানসামা (দিনাজপুর) প্রতিনিধি
ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪ বছর পরও শেষ হয়নি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে ইছামতী নদীতে নির্মিতব্য সেতুর কাজ। নানা অজুহাতে কাজ বন্ধ রাখায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পরে ভোগান্তি লাঘবে সেখানে কাঠের সাঁকো নির্মাণ করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
বৃহস্পতিবার এই সাঁকো উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবুল, ইউপি সদস্য ও সদস্যাগণ এবং সুধীজন।
জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহামুদ আলী গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর বটতলী সাঁকোর পাড়ে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৮ সালের জুন মাস কাজ শুরু হয়ে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। কিন্তু এই গত ৪ বছরে সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজই হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৫০ ভাগ টাকা তুলে নিয়েছে। সময়মতো সেতুর কাজ শেষ না হওয়াই সবচেয়ে দুর্ভোগে পড়েছে নদীর দুই পাড়ের মানুষ। তবে ইউপি চেয়ারম্যান সাঁকো নির্মাণ করায় ভোগান্তি অনেকটা কমে গেছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়েছে। বর্ষার পরপরই এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ‘ব্রিজ নির্মাণ সম্পন্ন হতে দেরি হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়ে। ভোগান্তি লাঘবে টিআর প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ২৭৫ ফিট লম্বা কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে।’
ভিত্তিপ্রস্তর স্থাপনের ৪ বছর পরও শেষ হয়নি দিনাজপুরের খানসামা উপজেলার গোয়ালডিহি গ্রামে ইছামতী নদীতে নির্মিতব্য সেতুর কাজ। নানা অজুহাতে কাজ বন্ধ রাখায় দুর্ভোগ সৃষ্টি হয়েছে বলে দাবি এলাকাবাসীর। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয়রা। পরে ভোগান্তি লাঘবে সেখানে কাঠের সাঁকো নির্মাণ করেন গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন।
বৃহস্পতিবার এই সাঁকো উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন, সাবেক ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন বাবুল, ইউপি সদস্য ও সদস্যাগণ এবং সুধীজন।
জানা গেছে, ২০১৮ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য আবুল হাসান মাহামুদ আলী গোয়ালডিহি গ্রামের ইছামতী নদীর বটতলী সাঁকোর পাড়ে একটি ব্রিজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ২০১৮ সালের জুন মাস কাজ শুরু হয়ে এর নির্মাণকাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের জুন মাসে। কিন্তু এই গত ৪ বছরে সেতুর পাইলিং ছাড়া আর কোনো কাজই হয়নি।
স্থানীয়দের অভিযোগ, সেতুর কাজ শেষ না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান প্রায় ৫০ ভাগ টাকা তুলে নিয়েছে। সময়মতো সেতুর কাজ শেষ না হওয়াই সবচেয়ে দুর্ভোগে পড়েছে নদীর দুই পাড়ের মানুষ। তবে ইউপি চেয়ারম্যান সাঁকো নির্মাণ করায় ভোগান্তি অনেকটা কমে গেছে।
উপজেলা এলজিইডি প্রকৌশলী হারুন-অর-রশিদ বলেন, ‘দ্রুত সময়ের মধ্যে সেতুর নির্মাণকাজ শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে লিখিতভাবে তাগাদা দেওয়া হয়েছে। বর্ষার পরপরই এর নির্মাণকাজ শেষ হবে বলে আশা করা যাচ্ছে। এ জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে।’
গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন লিটন বলেন, ‘ব্রিজ নির্মাণ সম্পন্ন হতে দেরি হওয়ায় এলাকার লোকজন ভোগান্তিতে পড়ে। ভোগান্তি লাঘবে টিআর প্রকল্পের আওতায় প্রায় আড়াই লাখ টাকা ব্যয়ে ২৭৫ ফিট লম্বা কাঠের সাঁকো নির্মাণ করা হয়েছে।’
বিয়ের প্রলোভনে খুলনায় কলেজছাত্রীকে ধর্ষণ ও হত্যাচেষ্টা মামলার পলাতক আসামি ঈশান কবির খান ওরফে জ্যোতিকে (৪২) গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৩ মিনিট আগেরাজধানীর খিলগাঁও বনশ্রী এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় পাভেল মিয়া (২১) ও আব্দুল্লাহ আল নোমান (২২) নামের দুই বন্ধু মারা গেছেন। আজ বুধবার (৩০ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে খিলগাঁও-বনশ্রী ইন্টেলিজেন্সিয়া স্কুল অ্যান্ড কলেজের বিপরীত পাশের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।
১৫ মিনিট আগেনওগাঁর নিয়ামতপুর উপজেলার পাঁড়ইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মুজিব গ্যান্দাকে পুলিশে দিয়েছেন ছাত্রদল নেতা-কর্মীরা। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদ ভবনের সামনে থেকে ওই চেয়ারম্যানকে আটক করেন তাঁরা।
১৯ মিনিট আগেনারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বপন (৩৫) নামের এক যুবককে হত্যা মামলায় দুই ভাইকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আবু শামীম আজাদ হত্যা মামলার এই রায় দেন।
২১ মিনিট আগে