Ajker Patrika

গাইবান্ধায় ১৭ ধরনের অনিয়ম পেয়েছে ইসি: আনিসুর রহমান 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাইবান্ধায় ১৭ ধরনের অনিয়ম পেয়েছে ইসি: আনিসুর রহমান 

গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ দ্বিতীয় দফায় তদন্তে ১৭টি অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দায়ীদের শিগগিরই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার আনিসুর রহমান। আজ বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি।

ইসি আনিসুর বলেন, ‘গাইবান্ধার প্রতিবেদন দ্বিতীয় দফাতে ১৭টির মতো কেন্দ্রের অনিয়ম পাওয়া গেছে। জড়িতদের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। সবার অপরাধ সমান নয়। যার যার অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।’ তিনি আরও জানান, ‘ইসি সবাইকে সরাসরি শাস্তি দিতে পারবে না। কিছু সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করতে পারবে।’

ইসি আনিসুর বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা এপ্লাই করব। তফসিলের পর সবকিছুর নিয়ন্ত্রণ আমাদের কাছে চলে আসবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের প্রচেষ্টা, আমরা অব্যাহত রাখব। গাইবান্ধায় আবার ফ্রেশ নির্বাচন হবে।’

সুস্পষ্টভাবে কারা জড়িতে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জড়িতদের মধ্যে কেউ শিক্ষক আছেন। তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারবে না। মন্ত্রণালয়কে অবহিত করলে তারাই পরবর্তীতে ইসিকে জানাবে। এ সময় ডিসি-এসপিদের কেউ জড়িত কিনা জানতে চাইলে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেন ইসি আনিসুর।

এদিকে গাইবান্ধা-৫ আসনের তদন্ত প্রতিবেদন ছাড়াও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির গত নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গটি উঠে আসে। ইতো নাওকি বলেছিলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগের রাতে পুলিশ কর্মকর্তারা ভোটের বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশের এমন ঘটনার কথা শুনিনি। এখানে সুষ্ঠু নির্বাচন দরকার।

এ ব্যাপারে নির্বাচন কমিশনার আনিসুর জানান, এটা কোন প্রেক্ষাপটে কী বলেছেন, তারাই ভালো জানেন। এ বিষয়ে তিনি ব্যক্তিগত কোনো মন্তব্য করবেন না। তবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সবাই জানি যে কূটনৈতিক বিষয় আশয় জেনেভা কনভেনশন অনুযায়ী হয়। এখন তারা বিবেচনা করে দেখতে পারেন যে তারা কতখানি তার মধ্যে ছিল। কূটনৈতিক বিষয়ে আমরা তো মনে করি যে প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব স্বকীয়তা আছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

সেদ্ধ ডিমের খোসা ছাড়ানোর সহজ উপায় জানালেন বিজ্ঞানীরা

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত