নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ দ্বিতীয় দফায় তদন্তে ১৭টি অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দায়ীদের শিগগিরই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার আনিসুর রহমান। আজ বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি।
ইসি আনিসুর বলেন, ‘গাইবান্ধার প্রতিবেদন দ্বিতীয় দফাতে ১৭টির মতো কেন্দ্রের অনিয়ম পাওয়া গেছে। জড়িতদের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। সবার অপরাধ সমান নয়। যার যার অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।’ তিনি আরও জানান, ‘ইসি সবাইকে সরাসরি শাস্তি দিতে পারবে না। কিছু সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করতে পারবে।’
ইসি আনিসুর বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা এপ্লাই করব। তফসিলের পর সবকিছুর নিয়ন্ত্রণ আমাদের কাছে চলে আসবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের প্রচেষ্টা, আমরা অব্যাহত রাখব। গাইবান্ধায় আবার ফ্রেশ নির্বাচন হবে।’
সুস্পষ্টভাবে কারা জড়িতে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জড়িতদের মধ্যে কেউ শিক্ষক আছেন। তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারবে না। মন্ত্রণালয়কে অবহিত করলে তারাই পরবর্তীতে ইসিকে জানাবে। এ সময় ডিসি-এসপিদের কেউ জড়িত কিনা জানতে চাইলে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেন ইসি আনিসুর।
এদিকে গাইবান্ধা-৫ আসনের তদন্ত প্রতিবেদন ছাড়াও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির গত নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গটি উঠে আসে। ইতো নাওকি বলেছিলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগের রাতে পুলিশ কর্মকর্তারা ভোটের বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশের এমন ঘটনার কথা শুনিনি। এখানে সুষ্ঠু নির্বাচন দরকার।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার আনিসুর জানান, এটা কোন প্রেক্ষাপটে কী বলেছেন, তারাই ভালো জানেন। এ বিষয়ে তিনি ব্যক্তিগত কোনো মন্তব্য করবেন না। তবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সবাই জানি যে কূটনৈতিক বিষয় আশয় জেনেভা কনভেনশন অনুযায়ী হয়। এখন তারা বিবেচনা করে দেখতে পারেন যে তারা কতখানি তার মধ্যে ছিল। কূটনৈতিক বিষয়ে আমরা তো মনে করি যে প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব স্বকীয়তা আছে।’
গাইবান্ধা-৫ আসনের উপনির্বাচনে অনিয়মের অভিযোগ দ্বিতীয় দফায় তদন্তে ১৭টি অনিয়মের প্রমাণ পেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। দায়ীদের শিগগিরই শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্থাটির কমিশনার আনিসুর রহমান। আজ বুধবার নির্বাচন ভবনের নিজ দপ্তরে এসব কথা বলেন তিনি।
ইসি আনিসুর বলেন, ‘গাইবান্ধার প্রতিবেদন দ্বিতীয় দফাতে ১৭টির মতো কেন্দ্রের অনিয়ম পাওয়া গেছে। জড়িতদের বিষয়ে আগামী সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত নেওয়া হবে। সবার অপরাধ সমান নয়। যার যার অপরাধ অনুযায়ী ব্যবস্থা নেবে কমিশন।’ তিনি আরও জানান, ‘ইসি সবাইকে সরাসরি শাস্তি দিতে পারবে না। কিছু সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে সুপারিশ করতে পারবে।’
ইসি আনিসুর বলেন, ‘আমরা আমাদের সর্বোচ্চ ক্ষমতা এপ্লাই করব। তফসিলের পর সবকিছুর নিয়ন্ত্রণ আমাদের কাছে চলে আসবে। সুষ্ঠু নির্বাচনের জন্য যত ধরনের প্রচেষ্টা, আমরা অব্যাহত রাখব। গাইবান্ধায় আবার ফ্রেশ নির্বাচন হবে।’
সুস্পষ্টভাবে কারা জড়িতে এমন প্রশ্নের জবাবে তিনি জানান, জড়িতদের মধ্যে কেউ শিক্ষক আছেন। তাদের বিরুদ্ধে ইসি ব্যবস্থা নিতে পারবে না। মন্ত্রণালয়কে অবহিত করলে তারাই পরবর্তীতে ইসিকে জানাবে। এ সময় ডিসি-এসপিদের কেউ জড়িত কিনা জানতে চাইলে আগামী সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলেন ইসি আনিসুর।
এদিকে গাইবান্ধা-৫ আসনের তদন্ত প্রতিবেদন ছাড়াও সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সম্প্রতি জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকির গত নির্বাচন নিয়ে দেওয়া বক্তব্যের প্রসঙ্গটি উঠে আসে। ইতো নাওকি বলেছিলেন, ২০১৮ সালের সংসদ নির্বাচনের আগের রাতে পুলিশ কর্মকর্তারা ভোটের বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনো দেশের এমন ঘটনার কথা শুনিনি। এখানে সুষ্ঠু নির্বাচন দরকার।
এ ব্যাপারে নির্বাচন কমিশনার আনিসুর জানান, এটা কোন প্রেক্ষাপটে কী বলেছেন, তারাই ভালো জানেন। এ বিষয়ে তিনি ব্যক্তিগত কোনো মন্তব্য করবেন না। তবে এই নির্বাচন কমিশনার বলেন, ‘আমরা সবাই জানি যে কূটনৈতিক বিষয় আশয় জেনেভা কনভেনশন অনুযায়ী হয়। এখন তারা বিবেচনা করে দেখতে পারেন যে তারা কতখানি তার মধ্যে ছিল। কূটনৈতিক বিষয়ে আমরা তো মনে করি যে প্রত্যেকটা দেশেরই একটা নিজস্ব স্বকীয়তা আছে।’
সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি আত্মহত্যা করেননি, তাঁরা খুন হয়েছেন। এই হত্যাকাণ্ডে অংশ নেয় দুজন। প্রথমে সাগর ও পরে রুনিকে ছুরিকাঘাত করা হয়। তবে ডিএনএ রিপোর্টে অস্পষ্টতা থাকায় হত্যাকারীদের শনাক্ত করা এখনো সম্ভব হয়নি।
২ ঘণ্টা আগেবরগুনার বিষখালী, বলেশ্বর ও পায়রা নদীতে নির্বিচারে মারা পড়ছে ইলিশের পোনা বা জাটকা। নিষিদ্ধ বাঁধা, গোপ, বেহেন্দি ও কারেন্ট জালে এগুলো শিকার করা হচ্ছে। দেড়-দুই ইঞ্চি লম্বা এসব মাছকে এলাকার হাট-বাজারে ‘চাপিলা’ বলে বিক্রি করছেন জেলেরা। সেই সঙ্গে শুঁটকি বানানো হচ্ছে।
২ ঘণ্টা আগেঝিনাইদহ সদর উপজেলার করিমপুর গ্রামের হাসিনা বেগম নামের এক বৃদ্ধা বেশ কিছুদিন ঠান্ডা জ্বরে ভুগছেন। এসেছেন ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে। ডাক্তার তাঁকে দেখেশুনে কিছু ওষুধ কেনার পরামর্শ দিয়েছেন।
৩ ঘণ্টা আগেপ্রতিষ্ঠার পাঁচ বছর পরও বেসরকারি ইউনাইটেড মেডিকেল কলেজ গুরুত্বপূর্ণ একটি শর্ত পূরণ করতে পারেনি। আইনে ৫০ আসনের বিপরীতে ২৫০ শয্যার হাসপাতাল এবং শয্যার বিপরীতে ৭০ শতাংশ রোগী ভর্তি থাকার শর্ত থাকলেও এই মেডিকেল কলেজের হাসপাতাল ২০০ শয্যার এবং রোগী ভর্তির হার ১ শতাংশের কম।
৩ ঘণ্টা আগে