দিনাজপুর প্রতিনিধি
র্যাগিং এর অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পাঁচজনকে সতর্ক করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
পরে পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা আলোচনা করেন। বহিষ্কারের বিষয়টি আবেদন সাপেক্ষে পুনর্বিবেচনা করার শর্তে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এর আগে, গত সোমবার বিশ্ববিদ্যালয় র্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা মূল কমিটির চতুর্থ সভার সিদ্ধান্তে শিক্ষার্থী বহিষ্কার ও সতর্কতার এ আদেশ জারি করে। যা গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের চিঠি দিয়ে জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তহিদুল ইসলাম তুরাগ, সজীব হোসেন, রোকনুজ্জামান চৌধুরী, অনুপ রায়। এই চারজনকে একাডেমিক কার্যক্রম থেকে দুই সেমিস্টার এবং আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়।
এ ছাড়া একই সঙ্গে কঠোরভাবে সতর্ক করা হয়েছে একই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাহিন আলম, জাহিদ হাসান, শাকির মাহমুদ, ইয়াসির রহমান শাকিল এবং ২৩ ব্যাচের এফ এন শাবিনকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ ভবনে অর্থনীতি বিভাগের নবাগত ২৩ ব্যাচের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন একই বিভাগের ২২ ব্যাচের অভিযুক্ত শিক্ষার্থীরা। এ ঘটনায় ২৩ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিশ্ববিদ্যালয় র্যাগিং প্রতিরোধ কমিটি তদন্তসাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে র্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা অনুযায়ী এই শাস্তির সুপারিশ করে। এই শাস্তি ১৮ ডিসেম্বর থেকে কার্যকর করার কথাও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও পরামর্শ বিভাগের প্রধান প্রফেসর মাহবুব হোসেন জানান, নিজ বিভাগে প্রভাব খাটানোর জন্য শিক্ষার্থীরা এই ধরনের অপরাধ কর্ম করেছে। প্রশাসন তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। র্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই কঠোর।
এদিকে শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষার্থী ও তাঁদের সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের সামনের গতকাল সড়ক অবরোধ করেন। রাত সোয়া ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় দিনাজপুর দশমাইল সড়কে দুপাশে যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, তিনি সহ ঘটনাস্থলে উপস্থিত হন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন। পরে পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা আলোচনা করেন। বহিষ্কারের বিষয়টি আবেদন সাপেক্ষে পুনর্বিবেচনা করার শর্তে শিক্ষার্থীরা রাস্তার অবরোধ তুলে নেয়।
র্যাগিং এর অভিযোগে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) চার শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে পাঁচজনকে সতর্ক করা হয়েছে। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।
পরে পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা আলোচনা করেন। বহিষ্কারের বিষয়টি আবেদন সাপেক্ষে পুনর্বিবেচনা করার শর্তে শিক্ষার্থীরা অবরোধ তুলে নেয়।
এর আগে, গত সোমবার বিশ্ববিদ্যালয় র্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা মূল কমিটির চতুর্থ সভার সিদ্ধান্তে শিক্ষার্থী বহিষ্কার ও সতর্কতার এ আদেশ জারি করে। যা গতকাল বৃহস্পতিবার বিকেলে শিক্ষার্থীদের চিঠি দিয়ে জানানো হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন অর্থনীতি বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী তহিদুল ইসলাম তুরাগ, সজীব হোসেন, রোকনুজ্জামান চৌধুরী, অনুপ রায়। এই চারজনকে একাডেমিক কার্যক্রম থেকে দুই সেমিস্টার এবং আবাসিক হল থেকে আজীবন বহিষ্কার করা হয়।
এ ছাড়া একই সঙ্গে কঠোরভাবে সতর্ক করা হয়েছে একই বিভাগের ২২ ব্যাচের শিক্ষার্থী শাহিন আলম, জাহিদ হাসান, শাকির মাহমুদ, ইয়াসির রহমান শাকিল এবং ২৩ ব্যাচের এফ এন শাবিনকে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্র জানায়, গত ১১ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ ভবনে অর্থনীতি বিভাগের নবাগত ২৩ ব্যাচের শিক্ষার্থীদের শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করেন একই বিভাগের ২২ ব্যাচের অভিযুক্ত শিক্ষার্থীরা। এ ঘটনায় ২৩ ব্যাচের কয়েকজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয় প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। পরে বিশ্ববিদ্যালয় র্যাগিং প্রতিরোধ কমিটি তদন্তসাপেক্ষে অভিযোগের সত্যতা পেলে র্যাগিং প্রতিরোধ ও প্রতিকার নীতিমালা অনুযায়ী এই শাস্তির সুপারিশ করে। এই শাস্তি ১৮ ডিসেম্বর থেকে কার্যকর করার কথাও জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও পরামর্শ বিভাগের প্রধান প্রফেসর মাহবুব হোসেন জানান, নিজ বিভাগে প্রভাব খাটানোর জন্য শিক্ষার্থীরা এই ধরনের অপরাধ কর্ম করেছে। প্রশাসন তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে। র্যাগিং প্রতিরোধে বিশ্ববিদ্যালয় প্রশাসন সব সময়ই কঠোর।
এদিকে শিক্ষার্থী বহিষ্কারের ঘটনার প্রতিবাদে অভিযুক্ত শিক্ষার্থী ও তাঁদের সহপাঠীরা বিশ্ববিদ্যালয়ের সামনের গতকাল সড়ক অবরোধ করেন। রাত সোয়া ৯টা থেকে প্রায় আড়াই ঘণ্টা অবরোধ করে বহিষ্কার প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এ সময় দিনাজপুর দশমাইল সড়কে দুপাশে যানজটের সৃষ্টি হয়।
সড়ক অবরোধের বিষয়টি নিশ্চিত করে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন বলেন, তিনি সহ ঘটনাস্থলে উপস্থিত হন দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শেখ জিন্নাহ আল মামুন। পরে পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবরোধকারী শিক্ষার্থীদের সঙ্গে দুই দফা আলোচনা করেন। বহিষ্কারের বিষয়টি আবেদন সাপেক্ষে পুনর্বিবেচনা করার শর্তে শিক্ষার্থীরা রাস্তার অবরোধ তুলে নেয়।
কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীতে টর্নেডো সৃষ্টি হয়ে পানি আকাশে উঠে যাওয়ার ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার বিকেলের দিকে উপজেলার মরিচা ইউনিয়নের কোলদিয়াড় এলাকায় পদ্মা নদীতে এ ঘটনা ঘটে। ইতিমধ্যে এ দৃশ্যের বেশ কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া...
৩৮ মিনিট আগে২০০৭ সালে আমান দম্পতির বিরুদ্ধে মামলা করে দুদক। ওই বছরের ২১ জুন রায় দেন বিচারিক আদালত। রায়ে আমানকে ১৩ বছরের ও তাঁর স্ত্রীকে তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। পরে রায়ের বিরুদ্ধে তাঁরা হাইকোর্টে আপিল করেন। ২০১০ সালে হাইকোর্ট তাঁদের খালাস দেন। পরবর্তীতে দুদক আপিল করলে ২০১৪ সালে হাইকোর্টের দেওয়া রায় বাতিল কর
৪১ মিনিট আগেগাজীপুর মহানগরীর পূবাইলে ধর্ষণের অভিযোগে মসজিদের এক ইমামকে গত ২০ এপ্রিল সকালে গণপিটুনি দেন স্থানীয়রা। পরে পুলিশ ইমামকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ধর্ষণের ঘটনায় তার বিরুদ্ধে মামলা হলে পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। কারাগারে অসুস্থ হয়ে ওই ইমামের মৃত্যু হয়। ইমামের এই মৃত্যুকে পরিকল্পিত...
১ ঘণ্টা আগেসহপাঠীদের থেকে জানা যায়, বিকেলে এক যুবক ওই শিক্ষার্থীকে মেস থেকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট এবং পরে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যান। সন্দেহজনক হওয়ায় তাঁকে সূত্রাপুর থানায় পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাঁর নাম ইয়াসিন মজুমদার।
২ ঘণ্টা আগে