লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে গরু ব্যবসায়ীকে হাত–পা বেঁধে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি বিলাশসহ ছয় নেতা–কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আইয়ুব আলী নামে ওই গরু ব্যবসায়ী।
তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী আইয়ুব আলী (৪৮) গত রোববার লালমনিরহাট আদালত থেকে বের হন। এ সময় তিনটি মোটরসাইকেলে পাঁচ যুবক এসে জেলা ছাত্রলীগ সভাপতি বিলাশের কথা বলে তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
তারা প্রথমে লালমনিরহাট মর্গের নির্জন এলাকায় নিয়ে তাঁকে বেদম মারধর করে। এ সময় মারধর থেকে বাঁচতে বিলাশের পা ধরেও রক্ষা পাননি ওই গরু ব্যবসায়ী। সেখানে তাঁর পকেটে থাকা ২০ হাজার টাকা কেড়ে নেয় তারা।
এরপর তাঁকে বিজিবি ক্যানটিন মোড়ে ছাত্রলীগ সভাপতি বিলাশের ব্যক্তিগত চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর হাত–পা বেঁধে আবার মারধর করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তা আড়াই লাখে নামে।
এ সময় ভুক্তভোগী তাঁর স্ত্রীকে ফোনকল করে ২ লাখ ২০ হাজার টাকা এনে দিলে জিম্মিদশা থেকে মুক্তি পান ওই ব্যবসায়ী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা বা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় গতকাল জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশসহ ছয়জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। বাকি অভিযুক্তরা হলেন—সৌরভ টেরা, রায়হান, রব্বানী, বাবু ও তুষার। তাঁরা সবাই ছাত্রলীগের নেতা–কর্মী।
আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে করে বিলাশের কাছে পৌঁছামাত্র মারধর শুরু হয়। যেভাবে নির্যাতন করেছে তা বর্ণনা দেওয়ার মতো নয়! হাতে পায়ে ধরেও রক্ষা পাইনি। অবশেষে তাদের চাহিদা মতো আড়াই লাখ টাকা বুঝে দিলে বিকেলে মুক্তি পাই।’
তিনি বলেন, ‘দিনভর তাদের হাতে আটকা ছিলাম। বিলাশের ধারণা, আমি ভারতীয় গরুর ব্যবসা করি, তাই তার হিস্যার জন্য চাঁদা দাবি করেছে।’
এ বিষয়ে কথা বলতে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাশসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
লালমনিরহাটে গরু ব্যবসায়ীকে হাত–পা বেঁধে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি বিলাশসহ ছয় নেতা–কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আইয়ুব আলী নামে ওই গরু ব্যবসায়ী।
তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী আইয়ুব আলী (৪৮) গত রোববার লালমনিরহাট আদালত থেকে বের হন। এ সময় তিনটি মোটরসাইকেলে পাঁচ যুবক এসে জেলা ছাত্রলীগ সভাপতি বিলাশের কথা বলে তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়।
তারা প্রথমে লালমনিরহাট মর্গের নির্জন এলাকায় নিয়ে তাঁকে বেদম মারধর করে। এ সময় মারধর থেকে বাঁচতে বিলাশের পা ধরেও রক্ষা পাননি ওই গরু ব্যবসায়ী। সেখানে তাঁর পকেটে থাকা ২০ হাজার টাকা কেড়ে নেয় তারা।
এরপর তাঁকে বিজিবি ক্যানটিন মোড়ে ছাত্রলীগ সভাপতি বিলাশের ব্যক্তিগত চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর হাত–পা বেঁধে আবার মারধর করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তা আড়াই লাখে নামে।
এ সময় ভুক্তভোগী তাঁর স্ত্রীকে ফোনকল করে ২ লাখ ২০ হাজার টাকা এনে দিলে জিম্মিদশা থেকে মুক্তি পান ওই ব্যবসায়ী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা বা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি।
এ ঘটনায় গতকাল জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশসহ ছয়জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। বাকি অভিযুক্তরা হলেন—সৌরভ টেরা, রায়হান, রব্বানী, বাবু ও তুষার। তাঁরা সবাই ছাত্রলীগের নেতা–কর্মী।
আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে করে বিলাশের কাছে পৌঁছামাত্র মারধর শুরু হয়। যেভাবে নির্যাতন করেছে তা বর্ণনা দেওয়ার মতো নয়! হাতে পায়ে ধরেও রক্ষা পাইনি। অবশেষে তাদের চাহিদা মতো আড়াই লাখ টাকা বুঝে দিলে বিকেলে মুক্তি পাই।’
তিনি বলেন, ‘দিনভর তাদের হাতে আটকা ছিলাম। বিলাশের ধারণা, আমি ভারতীয় গরুর ব্যবসা করি, তাই তার হিস্যার জন্য চাঁদা দাবি করেছে।’
এ বিষয়ে কথা বলতে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাশসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’
বগুড়ায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমের উপস্থিতিতে দলের নেতা-কর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাংশের নেতা-কর্মীদের সংঘর্ষ হয়েছে। আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে শহরের শহীদ টিটু মিলনায়তনের বাইরে এ ঘটনা ঘটে। এতে দুজন ছুরিকাহতসহ কয়েকজন আহত হয়েছেন।
৬ মিনিট আগেজাটকা রক্ষায় দুই মাসের (মার্চ-এপ্রিল) অভয়াশ্রম শেষে ইলিশ ধরার প্রস্তুতি নিচ্ছেন বরিশাল, চাঁদপুর ও লক্ষ্মীপুরের মেঘনা নদী পাড়ের জেলেরা। ইতিমধ্যে শেষ হয়েছে জেলেদের জাল ও নৌকার মেরামতকাজ। আজ বুধবার (৩০ এপ্রিল) মধ্যরাতে পদ্মা–মেঘনা নদীতে ইলিশসহ অন্যান্য মাছ ধরতে নামবেন জেলেরা। ইলিশ পাওয়ার সম্ভাবনার কথাও
৯ মিনিট আগেচট্টগ্রামে অপরিচিত ব্যক্তিদের ধাওয়া খেয়ে একটি মার্কেটের নিচে আশ্রয় নিয়েছিলেন নুরুল ইসলাম চৌধুরী (৬৩)। পাশেই টহল দিচ্ছিল কোতোয়ালি থানা-পুলিশের একটি দল। খবর পেয়ে পুলিশ নুরুল ইসলামকে হেফাজতে নেয়। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আশ্রয়ে যাওয়া ব্যক্তির কাছে মিলল বিদেশ থেকে অবৈধভাবে
৩৫ মিনিট আগেনওগাঁর মান্দায় দুই ছাত্রীকে বিয়ে করে আলোচনায় আসা মুক্তিযোদ্ধা মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আকরাম হোসেনের বিরুদ্ধে ধর্ষণের মামলা হয়েছে। আজ বুধবার মান্দা থানায় মামলাটি করেন ছাত্রীর বাবা। মামলায় প্রধান শিক্ষক আকরাম হোসেনের প্রথম স্ত্রী স্বপ্না খাতুনকেও আসামি করা হয়েছে।
১ ঘণ্টা আগে