Ajker Patrika

লালমনিরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ 

লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ট্রাকচাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর নাম সিরাজুল ইসলাম (৪০)। এ ঘটনায় আহত হয়েছেন মোটরসাইকেল আরোহী আরও দুজন। 

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে উপজেলার সাপ্টিবাড়ি ইউনিয়নের বিসিক শিল্পনগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী এ তথ্য নিশ্চিত করেছেন। 

নিহত সিরাজুল ইসলাম সারপুকুর ইউনিয়নের চওড়াটারী গ্রামের হাফেজ আলীর ছেলে।

আহতরা হলেন—একই ইউনিয়নের সারপুকুর গ্রামের মৃনাল কান্তি (২৮) ও আপেল (২৭)। 

পুলিশ ও স্থানীয়রা বলেন, সিরাজুল ইসলাম, মৃনাল কান্তি ও আপেল তিনজন একটি মোটরসাইকেলযোগে লালমনিরহাট শহরে যাচ্ছিলেন। তাঁরা সাপ্টিবাড়ি ইউনিয়নের বিসিক শিল্পনগরী অতিক্রম করলে পেছন দিক থেকে আসা লালমনিরহাটগামী একটি ট্রাক তাঁদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই সিরাজুল ইসলাম নিহত হন। মোটরসাইকেলের বাকি দুজন গুরুতর আহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল এসে আহতদের উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। 

আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত