Ajker Patrika

সৈয়দপুরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় ত্রুটি, হোটেলে ২৫ যাত্রী

নীলফামারী প্রতিনিধি
আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২২, ১১: ২১
সৈয়দপুরে অবতরণের সময় উড়োজাহাজের চাকায় ত্রুটি, হোটেলে ২৫ যাত্রী

বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি ৪৯৬) সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় সামনের চাকায় (নোজ হুইল) ত্রুটি দেখা দেওয়ায় যাত্রা বাতিল করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। পরে ঢাকাগামী ২৫ জন যাত্রীকে সৈয়দপুর শহরের বিভিন্ন আবাসিক হোটেলে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়।

আজ বুধবার রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের সময় রানওয়েতে এ ঘটনা ঘটে। সৈয়দপুর বিমানবন্দর ম্যানেজার সুপ্লব কুমার ঘোষ আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ঢাকা থেকে ফ্লাইটটি আজ বুধবার রাত ৯টায় সৈয়দপুর বিমানবন্দরে অবতরণ করে। রাত ৯টা ২৫ মিনিটে ২৫ জন যাত্রী নিয়ে এই ফ্লাইটই ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়ার কথা ছিল।

সুপ্লব কুমার জানান, রাত ৯টায় ২৫ মিনিটে ঢাকাগামী ২৫ জন যাত্রী নিয়ে বিমানের ওই ফ্লাইট উড্ডয়নের সূচি ছিল। কিন্তু চাকায় ত্রুটির কারণে তা বাতিল করা হয়েছে এবং ঢাকাগামী যাত্রীদের শহরের আবাসিক হোটেলে থাকার ব্যবস্থা করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকালে ঢাকা থেকে আরেকটি ফ্লাইটে যাত্রীদের ঢাকায় পৌঁছে দেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত