নীলফামারী প্রতিনিধি
নীলফামারীতে ঝড়ে তিন ইউনিয়নের দুই শতাধিক ঘর লন্ডভন্ড হয়েছে। এ সময় উপড়ে ও ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠে থাকা পাকা ধান, ভুট্টা ও কলা খেত।
গতকাল সোমবার রাত নয়টার দিকে জেলা সদরের লক্ষ্মীচাপ ও টুপামারী এবং জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ওপর দিয়ে ওই ঝড় বয়ে যায়।
ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানায়, গতকাল রাত ৯টার দিকে আকস্মিকভাবে উত্তর-পূর্ব দিক থেকে প্রবল বেগে ঝড় বয়ে আসে। প্রায় ১৫ মিনিট স্থায়ী ওই ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়। এ সময় লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি, টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী এবং জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের উত্তর বেরুবন্দ গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়। শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে মাঠের পাকা বোরো ধান।
জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, এ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের প্রায় দেড় শতাধিক কাচা ঘর লন্ডভন্ড হয়েছে। উপড়ে ও ভেঙে পড়েছে বড়-ছোট সাত শতাধিক গাছপালা। প্রবল বাতাসে এলাকার কলা ও ভুট্টা খেতের গাছ ভেঙে পড়েছে। পাশাপাশি শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে মাঠের পাকা বোরো ধান।
এই ইউপি চেয়ারম্যান আরও বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
অপরদিকে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম জানান, ঝড়ে তাঁর ইউনিয়নের উত্তর বেরুবন্দ গ্রামে প্রায় ২৫টি কাচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে ছোট-বড় দুই শতাধিক গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে।
এদিকে ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বিভিন্ন স্থানে তার ছিঁড়ে পড়লে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে মঙ্গলবার বিকেল পর্যন্ত।
বিদ্যুতের নেসকো নীলফামারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম বলেন, ঝড়ে জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকায় কয়েকটি স্থানে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। সেগুলো মেরামত কাজ চলছে। মঙ্গলবার রাতের মধ্যে শতভাগ মেরামত কাজ সম্পন্ন হবে।
নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, জেলা সদরের লক্ষ্মীচাপ ও টুপামারী ইউনিয়নের দুটি গ্রামের ওপর দিয়ে ওই ঝড় বয়ে যায়। এতে সামান্য কিছু ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম বলেন, ঝড়ে জেলা সদরের একটি গ্রামে ধান ও কলা খেতের সামান্য ক্ষতি হয়েছে। এ ছাড়া মাঠে থাকা অন্যান্য ফসলের কোনো ক্ষতি হয়নি।
নীলফামারীতে ঝড়ে তিন ইউনিয়নের দুই শতাধিক ঘর লন্ডভন্ড হয়েছে। এ সময় উপড়ে ও ভেঙে পড়েছে অসংখ্য গাছপালা। ক্ষতিগ্রস্ত হয়েছে মাঠে থাকা পাকা ধান, ভুট্টা ও কলা খেত।
গতকাল সোমবার রাত নয়টার দিকে জেলা সদরের লক্ষ্মীচাপ ও টুপামারী এবং জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের ওপর দিয়ে ওই ঝড় বয়ে যায়।
ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জানায়, গতকাল রাত ৯টার দিকে আকস্মিকভাবে উত্তর-পূর্ব দিক থেকে প্রবল বেগে ঝড় বয়ে আসে। প্রায় ১৫ মিনিট স্থায়ী ওই ঝড়ের সঙ্গে শিলাবৃষ্টি হয়। এ সময় লক্ষ্মীচাপ ইউনিয়নের আকাশকুড়ি, টুপামারী ইউনিয়নের নিত্যানন্দী এবং জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউনিয়নের উত্তর বেরুবন্দ গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড হয়। শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে মাঠের পাকা বোরো ধান।
জেলা সদরের লক্ষ্মীচাপ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আমিনুর রহমান আজ মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, এ ইউনিয়নের আকাশকুড়ি গ্রামের প্রায় দেড় শতাধিক কাচা ঘর লন্ডভন্ড হয়েছে। উপড়ে ও ভেঙে পড়েছে বড়-ছোট সাত শতাধিক গাছপালা। প্রবল বাতাসে এলাকার কলা ও ভুট্টা খেতের গাছ ভেঙে পড়েছে। পাশাপাশি শিলাবৃষ্টিতে ঝরে পড়েছে মাঠের পাকা বোরো ধান।
এই ইউপি চেয়ারম্যান আরও বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
অপরদিকে জলঢাকা উপজেলার শিমুলবাড়ি ইউপি চেয়ারম্যান হামিদুল ইসলাম জানান, ঝড়ে তাঁর ইউনিয়নের উত্তর বেরুবন্দ গ্রামে প্রায় ২৫টি কাচা ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। বিচ্ছিন্নভাবে ছোট-বড় দুই শতাধিক গাছপালা ভেঙে ও উপড়ে পড়েছে।
এদিকে ঝড়ে বিপর্যস্ত হয়ে পড়ে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা। বিভিন্ন স্থানে তার ছিঁড়ে পড়লে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে মঙ্গলবার বিকেল পর্যন্ত।
বিদ্যুতের নেসকো নীলফামারী কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আলিমুল ইসলাম বলেন, ঝড়ে জেলা সদরের টুপামারী ইউনিয়নের রামগঞ্জ বাজার এলাকায় কয়েকটি স্থানে গাছ পড়ে বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। সেগুলো মেরামত কাজ চলছে। মঙ্গলবার রাতের মধ্যে শতভাগ মেরামত কাজ সম্পন্ন হবে।
নীলফামারী সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রিয়াজুল ইসলাম বলেন, জেলা সদরের লক্ষ্মীচাপ ও টুপামারী ইউনিয়নের দুটি গ্রামের ওপর দিয়ে ওই ঝড় বয়ে যায়। এতে সামান্য কিছু ক্ষতি হয়েছে, ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ চলছে।
নীলফামারী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. এসএম আবু বকর সাইফুল ইসলাম বলেন, ঝড়ে জেলা সদরের একটি গ্রামে ধান ও কলা খেতের সামান্য ক্ষতি হয়েছে। এ ছাড়া মাঠে থাকা অন্যান্য ফসলের কোনো ক্ষতি হয়নি।
প্রায় ১৭০ বছর আগে বাংলাদেশে চায়ের চাষ শুরু হয়। পরে সময় যত পেরিয়েছে, চা-বাগানের সংখ্যা ও পরিধি বেড়েছে। কিন্তু বাগানের শ্রমিকদের জীবনমানের তেমন কোনো উন্নতি হয়নি। এখন বেকারত্বে জর্জরিত হয়ে আছে শ্রমিকদের পরিবারগুলো।
১ ঘণ্টা আগেশ্রমিকের হাতুড়ির আঘাতে ভাঙছে ইট, গড়ে উঠছে দালান, সেতু, রাস্তা। রোদ-বৃষ্টি মাথায় নিয়ে এই পরিশ্রমের কাজ করেও জোড়া লাগেনি তাঁদের ভাগ্য। এখান থেকে পাওয়া সামান্য আয়ে তাঁরা কোনোরকমে ধরে রেখেছেন সংসারের হাল।
১ ঘণ্টা আগেসড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৯ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৯ ঘণ্টা আগে