Ajker Patrika

নীলফামারীতে ২১ দোকান পুড়ে ছাই

প্রতিনিধি, নীলফামারী
নীলফামারীতে ২১ দোকান পুড়ে ছাই

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে লাগা আগুনে ২১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের দুই কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী লোকমান আলী জানান, বাজারের মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে তিনি দেখতে পান দোকান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এ সময় তিনি দৌড়ে গিয়ে মসজিদের মাইকে আগুন লাগার তথ্য জানিয়ে সাহায্য চান।

খবর পেয়ে কিশোরগঞ্জ, জলঢাকা ও সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার বলেন, বড়ভিটা বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাজারের ২১টি দোকান ও সেখানে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। এতে মালামাল ও নগদ অর্থসহ দুই কোটি টাকার বেশি ক্ষতি হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম জানান, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

ফজলুর রহমানের বিরুদ্ধে ষড়যন্ত্রের প্রতিবাদে অষ্টগ্রামে বিক্ষোভ

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

মব সৃষ্টিকারীরা হত্যার হুমকি দিচ্ছে, আমার জীবন বড় শঙ্কায়: ফজলুর রহমান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত