Ajker Patrika

ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি
আপডেট : ০৫ নভেম্বর ২০২৪, ১৭: ৫৫
ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে মেডিকেল টেকনোলজি ফার্মাসিদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে মেডিকেল টেকনোলজি ফার্মাসিদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রংপুর ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। আজ সোমবার দুপুরে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কের দুই ঘণ্টা অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করাসহ ৬ দফা দাবি জানান তাঁরা।

ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে মেডিকেল টেকনোলজি ফার্মাসিদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা
ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে মেডিকেল টেকনোলজি ফার্মাসিদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারীরা বলেন, মেডিকেল টেকনোলজি দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। বিদেশে টেকনোলজি যথাযথ মূল্যায়ন করা হয়। কিন্তু বাংলাদেশের সেই মূল্যায়নটি করা হয় না।

রংপুর বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ সমন্বয় তমাস শিকদার বলেন, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন, সকল অনুষদে বিএসসি, এমএসসি ও বি-ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপ, প্রশিক্ষণ ভাতা চালু করাসহ ৬ দফা দাবি তুলেছি।

২ ঘণ্টা পর সড়কের অবরোধ তুলে নেন তাঁরা। এরপরও দাবি আদায় না হলে মহাপরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেন আন্দোলনকারীরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত