Ajker Patrika

জুলাই আন্দোলনে সহিংসতা: বেরোবির মামলায় ২ সহকারী রেজিস্ট্রার কারাগারে

রংপুর প্রতিনিধি
রাফিউল হাসান ও মোক্তারুল ইসলাম। ছবি: সংগৃহীত
রাফিউল হাসান ও মোক্তারুল ইসলাম। ছবি: সংগৃহীত

জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুই সহকারী রেজিস্ট্রারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার (প্রক্টর কার্যালয়) রাফিউল হাসান ও সহকারী রেজিস্ট্রার (ডেসপাস শাখা) মোকতারুল ইসলাম। এর মধ্যে নগরীর গণেশপুর এলাকার বাসা থেকে রাফিউল হাসানকে ও বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির সামনে মোকতারুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে তাজহাট থানার উপপরিদর্শক (এসআই) মোসাদ্দেকুল ইসলাম বলেন, বুধবার সন্ধ্যায় মোকতারুল ইসলামকে ও গভীর রাতে রাফিউল হাসানকে গ্রেপ্তার করা হয়।

রাফিউল হাসানের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলাসহ বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় কয়েকটি মামলা আছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন। গতকাল বাসায় থাকার তথ্য পেয়ে সেখানে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার জুলাই আন্দোলনে সহিংসতার ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হারুন অর রশিদ বাদী হয়ে থানায় মামলা করেন। পরে রাতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

মামলায় ৭১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৮০ থেকে ১০০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে বেরোবি শাখা ছাত্রলীগের ৩৬ জন, দুজন শিক্ষক, ১৩ কর্মকর্তা-কর্মচারী, পুলিশ আটজন ও বহিরাগত ১২ জনকে আসামি করা হয়।

এ বিষয়ে তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম সর্দার আজকের পত্রিকাকে বলেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের মামলায় অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয়ের দুজন সহকারী রেজিস্ট্রারকে গ্রেপ্তার করা হয়েছে। আজ দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আস্থায় বাজিমাত ইসলামী ব্যাংক

চিকিৎসার জন্য থাইল্যান্ডে গেছেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

‘ফের ধর্ষণচেষ্টার ক্ষোভে’ বাবাকে খুন, ৯৯৯-এ কল দিয়ে আটকের অনুরোধ মেয়ের

আ. লীগের ক্লিন ইমেজের ব্যক্তিদের বিএনপির সদস্য হতে বাধা নেই: রিজভী

১৫ স্থাপনায় পাকিস্তানের ক্ষেপণাস্ত্র হামলা, আকাশেই ধ্বংসের দাবি ভারতের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত