Ajker Patrika

আবারও নীলফামারীতে বাড়ছে তিস্তার পানি

নীলফামারী প্রতিনিধি
আবারও নীলফামারীতে বাড়ছে তিস্তার পানি

উজানের ঢলে নীলফামারীতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এখনোও পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানায় কর্তৃপক্ষ। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় ১০ সেন্টিমিটার বেড়ে ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার একই সময়ে ওই পয়েন্টে ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। 

সূত্র আরও জানায়, তিস্তার উজানে ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত আছে। সেখানে নদীর পানি বিপৎসীমা ৬৫ দশমিক ৯৫ মিটার। 

জেলার ডিমলা পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ‘অন্য দিনের তুলনায় বুধবার তিস্তার পানি বেড়েছে। সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে করে বন্যার শঙ্কায় রয়েছে এলাকার মানুষ। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘উজানের ঢলে আবারও তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখে নজরদারি করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

চলন্ত বাইকে বাঁধা নারীর লাশ, পুলিশের ধাওয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত