গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মনাকসা এলাকা মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে গঙ্গাচড়া বাজারে এসব কর্মসূচি করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন এলাকাবাসী।
সরেজমিনে জানা গেছে, গঙ্গাচড়া বাজারের জিরোপয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বাজারের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এতে প্রায় ৫০০ থেকে ৬০০ নারী-পুরুষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন। পরে তাঁরা গঙ্গাচড়া মডেল থানা ঘেরাও করেন। পুলিশের আশ্বাস পেয়ে ইউএনওর কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে নির্বাহী কর্মকর্তাকে মৌখিক অভিযোগ করে চলে যান।
মনাকসা গ্রামের আরিফুল ইসলাম নামের এক যুবক সাংবাদিকদের বলেন, আমাদের এলাকার বিকাশ চন্দ্র, নুরুজ্জামান, রফিকুল, জাদু মিয়া, হায়দার, লতিব, আকাব্বর হোসেন নাড্ডা এবং নাজমুল হোসেন ও তাঁর স্ত্রী রুমানা বেগম প্রকাশ্যে ফেনসিডিল, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি করেন। এলাকাবাসী মাদক বিক্রির বিরুদ্ধে কথা বললেই তাঁরা অস্ত্র হাতে নিয়ে এসে হুমকি দেন এবং মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখান। কয়েক দিন আগে এলাকার কয়েকজন মাদক বিক্রির প্রতিবাদ করেন। আদালতে গিয়ে ওই ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তাঁরা।
আর্জু বেগম নামের এক নারী বলেন, আমাদের এলাকার ক্লাস ওয়ানের বাচ্চা বলতে পারে কোনটা মাদকের বোতল। বাচ্চারা মাদকের বোতল হাতে নিয়ে খেলা করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিত্য নতুন লোকজনের আনাগোনা থাকে এলাকায়। এসব মাদকসেবী লোকজনের কারণে মেয়েরা রাস্তায় বের হতে পারে না। প্রশাসনের কাছে একটাই দাবি এলাকাকে মাদক মুক্ত দেখতে চাই।
গঙ্গাচড়া বাজারের ফার্নিচার ব্যবসায়ী আয়নাল হোসেন বলেন, আমার বাড়ির পেছনে নাজমুল নামের এক ছেলে ফেনসিডিল বিক্রি করতে থাকলে আমি ও আমার এলাকায় কয়েকজন নিষেধ করি। এরপর আমাদের মসজিদের পেস ইমামসহ ৬ থেকে ৭ জনের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন নাজমুল। এর আগেও এলাকাকে মাদকমুক্ত করতে ইউএনওর কাছে এবং থানায় অভিযোগ দেই। তাঁরা কোনো ব্যবস্থা নেননি। আজকে বাধ্য হয়ে এখানে এসেছি। এরপরেও যদি ব্যবস্থা নেওয়া না হয় যেখানে গেলে সুষ্ঠু বিচার পাব, সেখানে যাব।
অভিযোগের বিষয়ে জানতে মনাকসা এলাকায় গেলে নাজমুলসহ অন্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, আমরা মাদকের বিষয় অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে অনেক সাফল্য অর্জিত হয়েছে।
মামলার বিষয়ে আবু হানিফ বলেন, গঙ্গাচড়া থানায় মনাকসা গ্রামের নিরীহ মানুষের বিরুদ্ধে কেন মামলা হয়েছে তা জানা নেই। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনিভাবে যেটা করার দরকার তা করা হবে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মনাকসা এলাকা মাদকমুক্ত করার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয়রা। আজ মঙ্গলবার বেলা ১টার দিকে গঙ্গাচড়া বাজারে এসব কর্মসূচি করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় ঘেরাও করেন এলাকাবাসী।
সরেজমিনে জানা গেছে, গঙ্গাচড়া বাজারের জিরোপয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর বাজারের প্রধান সড়কগুলোতে বিক্ষোভ মিছিল করেন এলাকাবাসী। এতে প্রায় ৫০০ থেকে ৬০০ নারী-পুরুষসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন। পরে তাঁরা গঙ্গাচড়া মডেল থানা ঘেরাও করেন। পুলিশের আশ্বাস পেয়ে ইউএনওর কার্যালয়ে কিছুক্ষণ অবস্থান নিয়ে নির্বাহী কর্মকর্তাকে মৌখিক অভিযোগ করে চলে যান।
মনাকসা গ্রামের আরিফুল ইসলাম নামের এক যুবক সাংবাদিকদের বলেন, আমাদের এলাকার বিকাশ চন্দ্র, নুরুজ্জামান, রফিকুল, জাদু মিয়া, হায়দার, লতিব, আকাব্বর হোসেন নাড্ডা এবং নাজমুল হোসেন ও তাঁর স্ত্রী রুমানা বেগম প্রকাশ্যে ফেনসিডিল, ইয়াবা, হেরোইনসহ বিভিন্ন মাদক বিক্রি করেন। এলাকাবাসী মাদক বিক্রির বিরুদ্ধে কথা বললেই তাঁরা অস্ত্র হাতে নিয়ে এসে হুমকি দেন এবং মিথ্যা মামলা দেওয়ার ভয় দেখান। কয়েক দিন আগে এলাকার কয়েকজন মাদক বিক্রির প্রতিবাদ করেন। আদালতে গিয়ে ওই ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছেন তাঁরা।
আর্জু বেগম নামের এক নারী বলেন, আমাদের এলাকার ক্লাস ওয়ানের বাচ্চা বলতে পারে কোনটা মাদকের বোতল। বাচ্চারা মাদকের বোতল হাতে নিয়ে খেলা করে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিত্য নতুন লোকজনের আনাগোনা থাকে এলাকায়। এসব মাদকসেবী লোকজনের কারণে মেয়েরা রাস্তায় বের হতে পারে না। প্রশাসনের কাছে একটাই দাবি এলাকাকে মাদক মুক্ত দেখতে চাই।
গঙ্গাচড়া বাজারের ফার্নিচার ব্যবসায়ী আয়নাল হোসেন বলেন, আমার বাড়ির পেছনে নাজমুল নামের এক ছেলে ফেনসিডিল বিক্রি করতে থাকলে আমি ও আমার এলাকায় কয়েকজন নিষেধ করি। এরপর আমাদের মসজিদের পেস ইমামসহ ৬ থেকে ৭ জনের নামে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন নাজমুল। এর আগেও এলাকাকে মাদকমুক্ত করতে ইউএনওর কাছে এবং থানায় অভিযোগ দেই। তাঁরা কোনো ব্যবস্থা নেননি। আজকে বাধ্য হয়ে এখানে এসেছি। এরপরেও যদি ব্যবস্থা নেওয়া না হয় যেখানে গেলে সুষ্ঠু বিচার পাব, সেখানে যাব।
অভিযোগের বিষয়ে জানতে মনাকসা এলাকায় গেলে নাজমুলসহ অন্যরা পলাতক থাকায় তাঁদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফ সরকার বলেন, আমরা মাদকের বিষয় অভিযান পরিচালনা করছি। ইতিমধ্যে অনেক সাফল্য অর্জিত হয়েছে।
মামলার বিষয়ে আবু হানিফ বলেন, গঙ্গাচড়া থানায় মনাকসা গ্রামের নিরীহ মানুষের বিরুদ্ধে কেন মামলা হয়েছে তা জানা নেই। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনিভাবে যেটা করার দরকার তা করা হবে।
রাজধানীর উত্তরা থেকে বকশীগঞ্জের সাবেক মেয়র নজরুল ইসলাম সওদাগরকে গ্রেপ্তার করেছে পুলিশ। উত্তরার ৭ নম্বর সেক্টরের সাঙ্গাম মোড় এলাকা থেকে মঙ্গলবার (১২ আগস্ট) রাত পৌনে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া নজরুল ইসলাম সওদাগর জামালপুরের পৌর যুবলীগের আহ্বায়ক বলেও জানা গেছে।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের বাকলিয়ায় চাঁদা না দেওয়ায় এক চিকিৎসককে মেরে রক্তাক্ত করার অভিযোগ উঠেছে। ঘটনার পর একটি ভবনের ভেতর রক্তাক্ত অবস্থায় অবরুদ্ধ থাকা ওই চিকিৎসক ফেসবুক লাইভে এসে বিষয়টি জানালে পরে পুলিশ এসে তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করায়।
৩ ঘণ্টা আগেগোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে হামলা-সংঘর্ষে পাঁচজনের নিহতের ঘটনায় গঠিত বিচার বিভাগীয় তদন্ত কমিটি কাজ শুরু করেছে। আজ মঙ্গলবার তদন্ত কমিটির সভাপতি সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি বীর মুক্তিযোদ্ধা ড. মো. আবু তারিকের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা তদন্তকাজ শুরু করেছেন।
৩ ঘণ্টা আগেচট্টগ্রামের ফটিকছড়িতে স্কুলে ঢুকে এক শিক্ষককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতার ভাতিজার বিরুদ্ধে। আজ মঙ্গলবার (১২ আগস্ট) বেলা ৩টার দিকে উপজেলার পাইন্দং ইউপির হাইদ চকিয়া বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় প্রধান শিক্ষক সুনব বড়ুয়া বাধা দিতে গেলে তাঁকেও আঘাত করেন ওই ব্যক্তি।
৪ ঘণ্টা আগে