কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে ঈদের কেনাকাটা বের হন ইবনে হাবিব সোহাগ (২৭) নামের এক যুবক। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এদিকে ৯দিন অতিবাহিত হলেও সোহাগের সন্ধান পায়নি তাঁর পরিবার। সোহাগ কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকার বাবর আলীর ছেলে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদর থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগের বাবা।সাধারণ ডায়ে
রিতে তিনি উল্লেখ করেছেন, গত ২০ এপ্রিল বিকেলে তাঁর ছোট ছেলে সোহাগ মায়ের কাছ থেকে টাকা নিয়ে ঈদের কেনা-কাটা করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর সেদিন রাতে বাসায় আর না ফিরে আসলে, পরিচিত সবখানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, বাবর আলীর ছোট ছেলে সোহাগ গত ৫ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ ঘরের ভেতর থেকে বাইরে বের হতেন না। কোনো বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগ রাখতেন না। এলাকার কারও সঙ্গে কথা বলতেন না। আপন মনে থাকতেন তিনি।
নিখোঁজ সোহাগের বাবা বলেন, ‘আমার ছেলে এইচএসসি পাস করার পর আর লেখা পড়া করতে চায়নি। আমরাও জোড় করিনি। কোনো কাজ কর্মও করত না। সারা দিন নিজের ঘরে থাকত। ঈদের মার্কেট করার জন্য বাসার বাইরে যায় সে। এরপর আর ফিরে আসেনি।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ‘আমরা নিখোঁজের বিষয়টি গতকাল জানতে পেরেছি। পরিবার থেকে অনেক বিলম্বে আমাদেরকে জানানো হয়েছে। আমরা নিখোঁজ যুবকের অবস্থান নিশ্চিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’
কুড়িগ্রামে বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে ঈদের কেনাকাটা বের হন ইবনে হাবিব সোহাগ (২৭) নামের এক যুবক। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এদিকে ৯দিন অতিবাহিত হলেও সোহাগের সন্ধান পায়নি তাঁর পরিবার। সোহাগ কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকার বাবর আলীর ছেলে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদর থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগের বাবা।সাধারণ ডায়ে
রিতে তিনি উল্লেখ করেছেন, গত ২০ এপ্রিল বিকেলে তাঁর ছোট ছেলে সোহাগ মায়ের কাছ থেকে টাকা নিয়ে ঈদের কেনা-কাটা করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর সেদিন রাতে বাসায় আর না ফিরে আসলে, পরিচিত সবখানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, বাবর আলীর ছোট ছেলে সোহাগ গত ৫ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ ঘরের ভেতর থেকে বাইরে বের হতেন না। কোনো বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগ রাখতেন না। এলাকার কারও সঙ্গে কথা বলতেন না। আপন মনে থাকতেন তিনি।
নিখোঁজ সোহাগের বাবা বলেন, ‘আমার ছেলে এইচএসসি পাস করার পর আর লেখা পড়া করতে চায়নি। আমরাও জোড় করিনি। কোনো কাজ কর্মও করত না। সারা দিন নিজের ঘরে থাকত। ঈদের মার্কেট করার জন্য বাসার বাইরে যায় সে। এরপর আর ফিরে আসেনি।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ‘আমরা নিখোঁজের বিষয়টি গতকাল জানতে পেরেছি। পরিবার থেকে অনেক বিলম্বে আমাদেরকে জানানো হয়েছে। আমরা নিখোঁজ যুবকের অবস্থান নিশ্চিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
১৫ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
৩৩ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
৩৫ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩৮ মিনিট আগে