কুড়িগ্রাম প্রতিনিধি
কুড়িগ্রামে বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে ঈদের কেনাকাটা বের হন ইবনে হাবিব সোহাগ (২৭) নামের এক যুবক। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এদিকে ৯দিন অতিবাহিত হলেও সোহাগের সন্ধান পায়নি তাঁর পরিবার। সোহাগ কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকার বাবর আলীর ছেলে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদর থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগের বাবা।সাধারণ ডায়ে
রিতে তিনি উল্লেখ করেছেন, গত ২০ এপ্রিল বিকেলে তাঁর ছোট ছেলে সোহাগ মায়ের কাছ থেকে টাকা নিয়ে ঈদের কেনা-কাটা করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর সেদিন রাতে বাসায় আর না ফিরে আসলে, পরিচিত সবখানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, বাবর আলীর ছোট ছেলে সোহাগ গত ৫ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ ঘরের ভেতর থেকে বাইরে বের হতেন না। কোনো বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগ রাখতেন না। এলাকার কারও সঙ্গে কথা বলতেন না। আপন মনে থাকতেন তিনি।
নিখোঁজ সোহাগের বাবা বলেন, ‘আমার ছেলে এইচএসসি পাস করার পর আর লেখা পড়া করতে চায়নি। আমরাও জোড় করিনি। কোনো কাজ কর্মও করত না। সারা দিন নিজের ঘরে থাকত। ঈদের মার্কেট করার জন্য বাসার বাইরে যায় সে। এরপর আর ফিরে আসেনি।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ‘আমরা নিখোঁজের বিষয়টি গতকাল জানতে পেরেছি। পরিবার থেকে অনেক বিলম্বে আমাদেরকে জানানো হয়েছে। আমরা নিখোঁজ যুবকের অবস্থান নিশ্চিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’
কুড়িগ্রামে বাড়ি থেকে চার হাজার টাকা নিয়ে ঈদের কেনাকাটা বের হন ইবনে হাবিব সোহাগ (২৭) নামের এক যুবক। এরপর থেকে নিখোঁজ রয়েছেন তিনি। এদিকে ৯দিন অতিবাহিত হলেও সোহাগের সন্ধান পায়নি তাঁর পরিবার। সোহাগ কুড়িগ্রাম পৌর শহরের হাসপাতাল পাড়া এলাকার বাবর আলীর ছেলে।
এ ঘটনায় গতকাল মঙ্গলবার কুড়িগ্রাম সদর থানায় নিখোঁজের বিষয়টি উল্লেখ করে সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সোহাগের বাবা।সাধারণ ডায়ে
রিতে তিনি উল্লেখ করেছেন, গত ২০ এপ্রিল বিকেলে তাঁর ছোট ছেলে সোহাগ মায়ের কাছ থেকে টাকা নিয়ে ঈদের কেনা-কাটা করার কথা বলে বাসা থেকে বের হন। এরপর সেদিন রাতে বাসায় আর না ফিরে আসলে, পরিচিত সবখানে খোঁজ করেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় কয়েকজন প্রতিবেশী জানান, বাবর আলীর ছোট ছেলে সোহাগ গত ৫ মাস ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তিনি নিজ ঘরের ভেতর থেকে বাইরে বের হতেন না। কোনো বন্ধু-বান্ধবদের সঙ্গেও যোগাযোগ রাখতেন না। এলাকার কারও সঙ্গে কথা বলতেন না। আপন মনে থাকতেন তিনি।
নিখোঁজ সোহাগের বাবা বলেন, ‘আমার ছেলে এইচএসসি পাস করার পর আর লেখা পড়া করতে চায়নি। আমরাও জোড় করিনি। কোনো কাজ কর্মও করত না। সারা দিন নিজের ঘরে থাকত। ঈদের মার্কেট করার জন্য বাসার বাইরে যায় সে। এরপর আর ফিরে আসেনি।’
এ বিষয়ে কুড়িগ্রাম সদর থানার ওসি (তদন্ত) গোলাম মর্তুজা বলেন, ‘আমরা নিখোঁজের বিষয়টি গতকাল জানতে পেরেছি। পরিবার থেকে অনেক বিলম্বে আমাদেরকে জানানো হয়েছে। আমরা নিখোঁজ যুবকের অবস্থান নিশ্চিতে সব ধরনের চেষ্টা চালাচ্ছি।’
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৯ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
১২ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১৭ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
৩১ মিনিট আগে