Ajker Patrika

ঋণে জর্জরিত মাছ চাষির আত্মহত্যা

প্রতিনিধি, কালীগঞ্জ (লালমনিরহাট)
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২১, ২২: ০০
ঋণে জর্জরিত মাছ চাষির আত্মহত্যা

ঋণের বোঝা সইতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এক যুবক। নূরুজ্জামান মোড়ল (৩২) নামে ওই যুবক মাছ চাষ করতেন। তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালি গ্রামের আরিজুল মোড়লের ছেলে। 

থানা সূত্রে জানা যায়, ঋণের দায়ে দীর্ঘদিন ধরে হতাশাগ্রস্ত ছিলেন নূরুজ্জামান। আজ শনিবার ভোর ৪টার দিকে নিজ শোবার ঘরের আড়ার সঙ্গে দড়ি ঝুলিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। 

খবর পেয়ে কালীগঞ্জ থানার উপ–পরিদর্শক সেলিম রেজা ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতদেহের সুরোতহাল রিপোর্ট তৈরি করেন। 

থানার ওসি মোহাম্মদ গোলাম মোস্তফা এ খবর নিশ্চিত করে বলেন, কারও অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত