Ajker Patrika

নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিখোঁজের চার দিন পর আব্দুল গফুর (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ রোববার সকাল সাড়ে ৬টায় নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙালীপুর ইউনিয়নের লক্ষণপুর চরকপাড়ার জাহিদুলের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত আব্দুল গফুর রংপুরের তারাগঞ্জ উপজেলার আলমপুর ইউনিয়নের মধুরামপুর পশ্চিমপাড়ার আবুল হোসেনের ছেলে।

আব্দুল গফুরকে হত্যা করে তাঁর মরদেহ পুকুরে ফেলে দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।

পুলিশ ও নিহতের পরিবার বলছে, আব্দুল গফুর পেশায় একজন ইজিবাইক চালক। স্ত্রীকে নিয়ে সৈয়দপুর কামারপুকুর ইউনিয়নের সিংপাড়ায় ভাড়া বাসায় থাকতেন। কিছুদিন থেকে স্ত্রী ও শ্বশুরের সঙ্গে বিবাদের কারণে স্ত্রী রাগ করে বাবার বাড়িতে চলে যায়। এ কারণে ইজিবাইক চালানোও বন্ধ রেখেছিলেন গফুর। গত বুধবার শহরের আদানী মোড় এলাকায় বড় বোনের সঙ্গে দেখা করে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। আত্মীয়–স্বজনের বাড়িসহ সম্ভাব্য স্থানে খোঁজ খবর করেও তাঁকে পাওয়া যায়নি। অবশেষে পুকুরে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ পাওয়া যায়।

এ দিকে নিহতের পরিবারের সদস্যদের দাবি—আব্দুল গফুরকে হত্যা করা হয়েছে। কারণ মরদেহ উদ্ধারের পর তার প্যান্টের পকেটে প্রায় দেড় হাজার টাকা, জন্মনিবন্ধন সনদ, মোবাইল সিম অক্ষত রয়েছে। চুরি, ছিনতাই বা দুর্ঘটনায় এই মৃত্যু হয়নি। বরং পরিকল্পিতভাবে হত্যার পর মরদেহ গুম করতেই পুকুরে ফেলা হয়েছে।

এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—শ্বাসরোধে তাঁকে হত্যা করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত