Ajker Patrika

অনলাইনে ভিসা প্রতারণা চক্রের ৪ সদস্য গ্রেপ্তার

নীলফামারী ও কিশোরগঞ্জ প্রতিনিধি
নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভিসা দিয়ে প্রতারণার দায়ে চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি: আজকের পত্রিকা
নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভিসা দিয়ে প্রতারণার দায়ে চারজনকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জে বিভিন্ন দেশের জাল ভিসা দিয়ে প্রতারণা করার দায়ে চারজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ সোমবার দুপুর ১২টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাদের।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কিশোরগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়ালপুকুর গ্রামের কহিনুর ইসলামের দুই ছেলে রুজু মিয়া (১৯) ও রাজু আহমেদ (২৩), মনোয়ার ইসলামের ছেলে মো. শাকিল ইসলাম (২৫) ও মুশরুত বটতলা গ্রামের মৃত মুকুল ইসলামের ছেলে আল আমীন (২০)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন দেশের ভিসা দেওয়ার কথা বলে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছেন। তাঁরা কানাডার ভিসা দেওয়ার কথা বলে এক ভুক্তভোগীর কাছে বিভিন্নভাবে প্রতারণা করে ১৯ লাখ টাকা হাতিয়ে নেন। পরে ভুক্তভোগী প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় মামলা করেন।

এর জেলা গোয়েন্দা শাখা ডিবি অভিযান চালিয়ে গতকাল রোববার রাতে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে। এ সময় তাঁদের কাছ থেকে ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল, তিনটি বাটন মোবাইল ও কয়েকটি সিম উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কাদের জানান, এ প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে বিদেশের ভিসা দেওয়ার কথা বলে অনলাইনে লোভনীয় অফার দিয়ে ভিডিও বানিয়ে বুস্টিং করে। পরে বিদেশে যেতে আগ্রহী ব্যক্তিরা তাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করলে তারা বিভিন্ন জাল কাগজপত্র দিয়ে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নেয়। বিকেলে চক্রের চার সদস্যকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

পাকিস্তান সেনাপ্রধানের পরমাণু যুদ্ধের হুমকির জবাবে যা বলল ভারত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত