Ajker Patrika

ডিমলায় তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি
আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১২: ৪৯
ডিমলায় তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (২৫) অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল রাতে খগাখড়িবাড়ি ইউনিয়নের পূর্ব দোহল পাড়া এলাকার তিস্তা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। 

পুলিশ জানায়, ৫ থেকে ৭ দিন আগে ওই ব্যক্তি নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। তাঁর বয়স আনুমানিক ২৫ বছর। নিহতের পরনে শুধু গামছা ছিল। 

স্থানীয় বাসিন্দারা জানান, দোহলপাড়া এলাকায় তিস্তা নদীর ধারে হেলে পড়া একটি বাঁশঝাড়ের নিচে এক ব্যক্তির লাশ ভেসে আসে। বিষয়টি দেখতে পেয়ে সন্ধ্যার দিকে তাঁরা ডিমলা থানায় জানান। পরে পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় লাশ উদ্ধার করে। 

ডিমলা থানার ওসি লাইছুর রহমান বলেন, খবর পেয়ে তিস্তা নদীর ডান তীরে ভেসে আসা এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের জন্য মরদেহ নীলফামারী সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তোরা যারা রাজাকার, সময় থাকতে বাংলা ছাড়: ফেসবুকে বাকের মজুমদার

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধ বলিউডের সিনেমা নয়: ভারতের সাবেক সেনাপ্রধান

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত