Ajker Patrika

হাসপাতালের কমোড থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি
হাসপাতালের কমোড থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের মহিলা ওয়ার্ডের ওয়াশ রুমের কমোড থেকে একটি অজ্ঞাত নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার দুপুরে হাসপাতালের মহিলা মেডিসিন ওয়ার্ডের ওয়াশ রুমের কমোড থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ। 

হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

হাসপাতাল সূত্রে জানা যায়, রোববার সকালে হাসপাতালের ক্লিনার মহিলা মেডিসিন ওয়ার্ডের ওয়াশ রুমের কমোড পরিষ্কার করতে যান। সেখানে কমোডে একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে কর্তৃপক্ষকে খবর দেন তিনি। পরে হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশে খবর দিলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। তবে তাৎক্ষণিকভাবে নবজাতকের পরিচয় পাওয়া যায়নি। 

তত্ত্বাবধায়ক ডা. মো. শহিদুল্লাহ বলেন, ‘নবজাতকটি সদ্য প্রসূত ও বেওয়ারিশ। শনিবার দিবাগত রাতের কোনো এক সময় শিশুটিকে ফেলে যেতে পারে। তবে শিশুটি হাসপাতালে ডেলিভারি হয়নি বলে আমরা গাইনি ও প্রসূতি ওয়ার্ড সূত্রে নিশ্চিত হয়েছি।’ 

বাইরে থেকে কেউ নবজাতকটি এনে হাসপাতালের ওয়াশ রুমে ফেলে গেছে জানিয়ে তত্ত্বাবধায়ক বলেন, ‘আমরা পুলিশকে এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেছি। তারা বিষয়টি তদন্ত করবেন।’ 

ঘটনা তদন্তে হাসপাতালে উপস্থিত সদর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) জাহিদ বলেন, ‘নবজাতকের মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আমরা সার্বিক বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত করছি।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

এস আলমের জামাতার পেটে ৩৭৪৫ কোটি টাকা

হেফাজতের সমাবেশে জুলাইয়ের নারীদের গালিগালাজের নিন্দা জানাই: রিফাত রশিদ

ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে রোগী নেই ১ শতাংশও

জামায়াতের ‘রোহিঙ্গা রাজ্যের প্রস্তাব’ প্রত্যাখ্যান করল মিয়ানমার সরকার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত